Labandhar: যা নেই দীঘা-পুরীতে, তাই রয়েছে হাতের কাছে থাকা এই গ্রামে, খরচ মাত্র ৫০ টাকা

Antara Nag

Published on:

Travel from Labandhar, a nearby place in Kolkata, at a low cost: ভ্রমণপ্রিয় মানুষদের লক্ষ্য একটাই, সেটা হল প্রান খুলে ঘুরে বেড়ানো। তারা সুযোগ পেলেই ছুটে যায় পাহাড়, সমুদ্র, কিংবা জঙ্গলে। মন ফুরফুরে করার জন্য হাজার হাজার টাকা খরচ করে পাড়ি দেয় দীঘা-পুরী, সুন্দরবন কিংবা দার্জিলিং-সিকিমে। তবে প্রচুর টাকা খরচা করে আর দীঘা-পুরী, সিকিম নয়। মনকে তরতাজা করতে ঘুরে আসুন বাংলার কাছে লবণধার (Labandhar) থেকে। খরচ মাত্র ৫০ টাকা। কোথায় রয়েছে এই জায়গা? কিভাবেই বা যাওয়া যাবে রইল বিস্তারিত বিবরণ।

কোথায় অবস্থিত লবণধার? পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত লবণধার (Labandhar) গ্রাম। যদি নির্দিষ্ট স্থান বলতে হয় তাহলে বলতে হবে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম ব্লক নং ২ দেবশালা গ্রামে অবস্থিত লবণধার গ্রাম। যা লবণধার আর্ট ভিলেজ নামেও পরিচিত।

কি রয়েছে এই লবণধার গ্রামে? পর্যটকদের কথায় অত্যন্ত সুন্দর একটি জায়গা হল লবণধার গ্রাম। যেখানকার আঁকি-বুকি দৃশ্য মুহূর্তে মন কাড়বে পর্যটকদের। গ্রামের প্রত্যেকটি জায়গা ড্রয়িং প্যাটার্ন দিয়ে সাজানো। যা দেখে মনে হবে যেন এটা গ্রাম নয়, একটি আস্ত ক্যানভাস। শুধু তাই না, এই গ্রামে প্রায় ৬০% বাড়ির দেওয়ালে সুন্দর চিত্র করার উদ্যোগ নিয়েছে এক স্বেচ্ছাসেবী সংস্থা। যার নাম লবণধার অন্নপূর্ণা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন 👉 Digha Jagannath Temple: মূর্তি তৈরি, এবার দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পালা, কবে জানুন

গ্রামের সুন্দর আঁকিবুকি চিত্র ছাড়াও দেখা যাবে পেখম মেলা ময়ূরের দারুন দৃশ্য। এই গ্রামের পাশেই রয়েছে এক টুকরো জঙ্গল। আর সেই জঙ্গলেই দেখা মেলে ময়ূরের। অন্নপূর্ণা স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি অর্ণব ঘোষের কথায়, এই বসন্ত ঋতুতে ময়ূর দেখার জন্য এই জায়গাটি উপযুক্ত। কারণ এখানে শাল গাছ বেশি রয়েছে। এই সময় গাছের সমস্ত পাতা ঝরে যায়। ফলে খুব সহজেই ময়ূরের সুন্দর দৃশ্য চোখে পড়ে। যা মুগ্ধ করে পর্যটকদের।

কিভাবে যাবেন লবণধার গ্রাম? পৌঁছাতে গেলে প্রথমে হাওড়া স্টেশনে আসতে হবে। সেখান থেকে বর্ধমানগামী ট্রেন ধরে পূর্ব বর্ধমানের মানকর স্টেশনে নামতে হবে। সেখান থেকে ই-রিক্সা ভাড়া করে ১১ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে যাবেন লবণধার (Labandhar) আর্ট ভিলেজে। এই জায়গার সুন্দর দৃশ্য পর্যটকদের এতটাই আকর্ষণ করে যে একবার গেলে বারবার মন চাইবে লবণধার গ্রামে ছুটে যেতে।