Burdwan-Nadia Ferry Service: আরও সহজে যাওয়া যাবে বর্ধমান-নদীয়া, চালু হল নতুন ফেরি সার্ভিস, দেখে নিন কত পড়বে ভাড়া

Burdwan-Nadia Ferry Service has been launched, so travel has become easier: সড়কপথ, রেলপথ, আকাশ পথের পাশাপাশি যাতায়াতের জন্য জলপথেরও ব্যবস্থা রয়েছে। বহু জায়গায় জলপথে এক জায়গা থেকে অন্য জায়গায় পারাপারের জন্য তৈরি হয়েছে ফেরিঘাট। তেমনি বর্ধমানবাসীদের উপকৃত করতে তৈরি হলো আরো নতুন চারটি ফেরিঘাট। পূর্বের তৈরি বর্ধমান জেলার বহু জায়গায় ফেরি সার্ভিস রয়েছে। সম্প্রতিক বর্ধমান জেলার সাথে নদিয়া জেলার সংযোগ স্থাপনের জন্য তৈরি হলো নতুন ৪টি ফেরিঘাট (Burdwan-Nadia Ferry Service)। বর্ধমানের কোথায় উদ্বোধন হলো এই ৪টি ফেরিঘাট?

সূত্রের খবর বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত পূর্বস্থলী ১ নম্বর ব্লকে শুভ উদ্বোধন হলো নতুন চারটি ফেরিঘাটের। যে ফেরিঘাট উদ্বোধনে উপকৃত হবেন সেখানকার এলাকার মানুষজন। ভাগীরথী নদীর উপর তৈরি হয়েছে এই জেটি। যার ফলে এই নদী পারাপারের ক্ষেত্রে নদীর দুই পাড়ের মানুষদের যাতায়াতে আরো সুবিধা হবে বলে আশা রাখছে জেলা পরিষদ।

খবর রয়েছে, গত মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারা ভার্চুয়ালিভাবে শুভ উদ্বোধন হলো এই নতুন জেটির। মুখ্যমন্ত্রী সরাসরি উপস্থিত না থাকতে পারলেও শুভ উদ্বোধনের দিন এখানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক শুভম আগরওয়াল, জেলা পরিষদের কর্মাদক্ষ আরতি খান, ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় সেনাপতি, এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বপন দেবনাথের কথায় জেটি নির্মাণে বিস্তীর্ণ এলাকাবাসীরা যাতায়াতের সুবিধায় উপকৃত হবেন। তারা এখন থেকেই খুব খুশি। খুব শীঘ্রই সরকারিভাবে ফেরিঘাটগুলিতে ভেসেল বা লঞ্চের ব্যবস্থা করা হবে। যাত্রীরা খুব শীঘ্রই পরিষেবা পাবেন।

আরও পড়ুন 👉 New Ferry Service: চালু হল নতুন ফেরি পরিষেবা, এবার আরও সহজে যাওয়া যাবে হুগলি থেকে এই জায়গা

ফেরিঘাটের ভাড়া কত? জানা গিয়েছে মানুষের যাতায়াতের ক্ষেত্রে বর্ধমান থেকে নদিয়া বা নদিয়া থেকে বর্ধমানে পৌঁছতে মাথাপিছু ২ টাকা করে ভাড়া লাগবে। অপরদিকে সাইকেল নিয়ে নদী পারাপার করলে ৪ টাকা ব্যয় করতে হবে। বাইক নিয়ে উঠলে ১০ টাকা এবং ছোট চার টাকা নিয়ে নদী পারাপার করতে গেলে ফেরিঘাটগুলিতে ৫০ টাকা ভাড়া দিতে হবে।

নবনির্মিত চারটি ফেরিঘাট কি কি? বর্ধমান জেলার নির্মিত চারটি ফেরিঘাট হল সিদ্ধেপারা-মনোহরপুর ফেরিঘাট, জালুইডাঙ্গা-কিশোরীগঞ্জ ফেরিঘাট, নসরতপুর এবং কালনা ব্লক নম্বর ১ পিয়ারিনগর-কালিনগর ফেরিঘাট (Burdwan-Nadia Ferry Service)। এছাড়াও বর্ধমান জেলায় ছোট থেকে বড় বহু ফেরিঘাট রয়েছে। যার মাধ্যমে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। তবে দীর্ঘদিন আগে থেকেই স্থানীয়দের এই ফেরিঘাটগুলি নির্মাণের দাবি ছিল। সম্প্রতিক তা পূরণ হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ফেরিঘাটগুলি থেকে যাতায়াত ব্যবস্থা চালু করা হবে।