Offbeat Travel Spots: দার্জিলিং, সিকিম অতীত! এবার ভিড় জমছে এই ৪ পাহাড়ি এলাকায়

Travel on this summer vacation from these 4 hilly Offbeat Travel Spots: শীতের আমেজ কাটতে না কাটতে শহরবাসীর অবস্থা নাজেহাল। চাঁদিফাটা গরমে কলকাতাবাসী যেন হাপিয়ে উঠছে। দক্ষিণবঙ্গ জুড়ে গরমের দাপট প্রায় অসহ্য হয়ে উঠেছে মানুষের কাছে। এদিকে তাপমাত্রার পারদ যেন নামার নাম করছে না! এই গরমে আপনিও কি চান ঠান্ডার আবহাওয়ার আমেজ নিতে? উত্তরবঙ্গের এমন বহু অফবিট জায়গা আছে যেখান থেকে আপনি ঘুরে আসতে পারেন। দার্জিলিংয়ের অনতিদূরেই সৌন্দর্যের খনি এই জায়গাগুলি। খরচ হবে আপনার সাধ্যের মধ্যেই।

দারাগাঁও

কালিম্পং ছেড়ে একটু এগোলেই পাবেন দারাগাঁও (Offbeat Travel Spots)। রামধুরার পরই দারাগাঁও। এখানকার পরিবেশ হল পাহাড়ে ঘেরা সবুজ বনানী। দারাগাঁওকে ঘিরে আছে পাইন আর সিঙ্কোনা গাছের সারি। দারাগাঁওয়ের কাছেই আপনি যেতে পারেন দার্জিলিং, কালিম্পং ও সিকিমে। দারাগাঁওতে স্টে করে সহজেই ঘুরে নিতে পারবেন ইচ্ছেগাঁও, সিলেরিগাঁও, রামধুরা।

গুরদুম

মানেভঞ্জন থেকে ৫ কিলোমিটার দূরে একটি ছোট্ট গ্রাম আছে যা অফবিট জায়গা (Offbeat Travel Spots) হিসেবে অত্যন্ত জনপ্রিয়। শিলিগুড়ি থেকে সুখিয়া পোখরি হয়ে মানেভঞ্জন আসতে পারেন। এই জায়গা থেকে ব্রেক করে আপনি গুরদুমে পৌঁছতে পারেন। আপনি যদি দার্জিলিং থেকে শেয়ার ক্যাব করেন তাহলে সুখিয়া পোখরি অবধি যেতে পারেন। সেখান থেকে আবার গাড়ি নিয়ে গুরদুম। এখান থেকে টুমলিং, শ্রীখোলা, টোংলু, ধোত্রের মতো ডেস্টিনেশনগুলো কাছে।

আরও পড়ুন 👉 Homemade Food on Train: খাবার নিয়ে চিন্তার দিন শেষ! এবার ৭৫ টাকাতেই বাড়ির তৈরি খাবার মিলবে ট্রেনে

শ্রীখোলা

যদি আপনি স্বস্তির নিঃশ্বাস নিতে চান তাহলে এই অফবিট (Offbeat Travel Spots) জায়গাটি আপনার জন্য একেবারে উপযুক্ত। গুরদুমে একরাত থেকে আপনি সহজেই শ্রীখোলা পৌঁছে যেতে পারবেন। সান্দাকফু-ফালুট ট্রেকিং রুটের মধ্যে পড়ে শ্রীখোলা। এমন অনেক পর্যটক আছেন যারা ট্র্যাকিং করতে চান না তারা দার্জিলিং থেকে গাড়ি নিয়ে যেতে পারবেন। এনজিপি থেকে সোজা যেতে হলে খরচ খানিক বেশি। এখানে আসলে আপনার সবথেকে বড় প্রাপ্তি হবে ওক, ম্যাগনোলিয়ার ভিড়ে হারিয়ে যেতে পারবেন।

বারমেক

কালিম্পংয়ের কাছেই একটা ছোট্ট গ্রাম (Offbeat Travel Spots)। পর্যটকদের কাঞ্চনজঙ্ঘা দেখার সাধ থাকলে সহজেই মিটে যাবে তা। নিত্য দিনের ব্যস্ততা এবং এই গ্রীষ্মের তীব্র গরমকে ভুলিয়ে দেবে এখানকার ঠান্ডা আবহাওয়া। এখান থেকে সিকিমের একটা অংশ দেখা যায়। নিউ জলপাইগুড়ি স্টেশন কিংবা বাগডোগরা এয়ারপোর্টে নেমেই সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন বারমেকে। মোটে ৬৫-৭০ কিলোমিটার।