Noapara-Dumdum Cantonment Metro: নোয়াপাড়া-দমদম ক্যান্টনমেন্ট রুটে মেট্রো নিয়ে সুখবর, প্রথম ট্রায়াল রানেই উঠল ঝড়

Trial run on Noapara-Dumdum Cantonment Metro route has been successfully completed: চলতি মাস তথা মার্চ মাসে কলকাতা মেট্রোর তরফ থেকে তিনটি নতুন লাইনে বাণিজ্যিক পরিষেবা চালু করা হয়েছে। আর তার রেশ কাটতে না কাটতেই আরো একটি নতুন লাইনে বাণিজ্যিকভাবে পরিষেবা দেবার ক্ষেত্রে একধাপ এগিয়ে গেল কলকাতা মেট্রো। নোয়াপাড়া থেকে বারাসাত এর মেট্রো করিডোর লাইনের নোয়াপাড়া বিমানবন্দর অংশ থেকে দমদম ক্যান্টনমেন্ট অব্দি ট্রায়াল রানে সফলতা পেয়েছে কলকাতা মেট্রো। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় রবিবার সন্ধ্যা ৬:১৮ নাগাদ এই ট্রায়াল রান শুরু হয়। ট্রায়াল রানে মোট ২ রাউন্ড ট্রিপ সম্পূর্ণ করেছে মেট্রোর একটি মেধা রেক। শুধু এটুকুই নয় শুরুতেই ঘন্টায় ৭৩ কিলোমিটার বেগে ছুটে ঝড় তুলেছে এই মেট্রো ট্রায়াল।

রঙের উৎসবের ঠিক আগের দিন নোয়াপাড়া আর দমদম ক্যান্টনমেন্টের (Noapara-Dumdum Cantonment Metro: ) মধ্যে প্রায় তিন কিলোমিটার রাস্তায় প্রাণ প্রতিষ্ঠা করেছে মেট্রো দফতর। নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দরের দূরত্ব ৬.৫ কিলোমিটার। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট ৩ কিলোমিটার রাস্তায় কোন সমস্যা নেই। শেষ সময়ের কাজ চলছে এই রুটে। তাই খুব শীঘ্রই এই রুটে বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা চালু করা সম্ভব।

জবর দখলের জেরে দমদম ক্যান্টনমেন্টের পর থেকে সমস্যার মুখে পড়তে হয়েছিল মেট্রো কর্তৃপক্ষকে। তবে আপাতত সেই সমস্যা কেটে গিয়েছে বলেই কর্তৃপক্ষের দাবি। সম্পূর্ণ কাজ শেষ হলে ক্যান্টনমেন্ট স্টেশনের পরই পড়বে যশোর রোড স্টেশন আর তারপরে দমদম বিমানবন্দর স্টেশন। দমদম বিমানবন্দর স্টেশন কে এসপ্ল্যানেটের মতন ইন্টারচেঞ্জিং পয়েন্ট হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। একদিকে আসবে গড়িয়া থেকে বিমানবন্দর লাইনের মেট্রো, অন্যদিকে নোয়াপাড়া থেকে বারাসাত (Noapara-Dumdum Cantonment Metro) লাইনের মেট্রো।

আরও পড়ুন 👉 Metro Station in India: একই দিনে তিনবার নাম বদল, বিস্ময়কর এমন মেট্রো স্টেশন রয়েছে ভারতেই

মেট্রো পরিষেবার জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি গত জানুয়ারি মাসে দমদম ক্যান্টনমেন্ট পরিদর্শনে আসেন। তখন মার্চ মাসের মধ্যেই এই লাইনটির উদ্বোধন করা হবে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে আশা দেখানো হয়। কিন্তু তা সম্ভব হয়নি। আর এখন লোকসভা ভোটের জন্য আদর্শ আচরণবিধি ঘোষণা হয়ে গিয়েছে। তাই জুন মাসের আগে কোনভাবেই এই লাইনটি (Noapara-Dumdum Cantonment Metro) উদ্বোধন হওয়ার সম্ভাবনা নেই।

জমি জট কেটে গেলে ২০২৪ এর ডিসেম্বর মাসের মধ্যেই নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর (Noapara-Dumdum Cantonment Metro) অব্দি রুটের মেট্রো রেলপথ চালু করার কথা বলেছিল মেট্রো কর্তৃপক্ষ। সেই সম্ভাবনা এই মুহূর্তে আর নেই বলেই মনে করছে বিশিষ্ট জনেরা। তাদের মতে এই পরিষেবা সম্পূর্ণরূপে চালু হতে হতে ২০২৫ সাল চলে আসবে।