নিজস্ব প্রতিবেদন : যেভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং দেশের বিভিন্ন রাজ্যে তাপমাত্রার পারদ তরতড়িয়ে বাড়ছে তাতে এসি (AC) এখন দরকারী জিনিসে পরিণত হয়েছে। কেননা একটু অন্ততপক্ষে শান্তিতে ঘুমানো বা কাজের জন্য এসির বিকল্প নেই। স্বাভাবিকভাবেই এখন বাড়িতে বাড়িতে আসছে এই শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র। তবে শীততাপ নিয়ন্ত্রিত এই যন্ত্র নিয়ে সবচেয়ে চিন্তার বিষয় হল ইলেকট্রিক বিল (AC Electric Bill)।
এসি এখন বিলাসিতার যন্ত্র থেকে দরকারি যন্ত্রে পরিণত হয়েছে। অনেকেই রয়েছেন যারা গরম সহ্য করতে না পেরে এখন হুট করে বাড়িতে এসে নিয়ে চলে আসছেন। কিন্তু পরে যখন ইলেকট্রিক বিল আসছে তখন মাথায় হাত পড়ছে সেই সকল গ্রাহকদের। তবে মনে রাখতে হবে, দীর্ঘক্ষণ এসি চালিয়েও ইলেকট্রিক বিলে লাগাম (AC Electric Bill Reduce Tricks) টানা যায়। সেই ট্রিকস আজ জানাবো।
ঘন্টার পর ঘন্টা এসি চালিয়েও সবচেয়ে কম বিল আসে মূলত ইনভার্টার প্রযুক্তির এসিতে। আসলে এই সকল এসিতে এমন প্রযুক্তি রয়েছে যার কারণে ইলেকট্রিক বিল অনেকটাই কম আসে। ইনভার্টার প্রযুক্তির এসি সম্পর্কে অধিকাংশ মানুষেরাই জানেন। তবে এই প্রযুক্তির কথা বাদ দিয়ে যেকোনো এসিতেও তুলনামূলক বিল কমানো যেতে পারে এসির মধ্যে থাকা একটি মোড ব্যবহার করে। অনেকেই রয়েছেন যারা সেই মোড ব্যবহার করেন না এবং যে কারণে এসি চালানোর বিদ্যুৎ বিল চরচড়িয়ে বাড়তে শুরু করে।
আরও পড়ুন ? Tips to Buy AC: এসি কেনার সময় কারো বাপের ক্ষমতা নেই ঠকানোর! শুধু জানতে হবে এই ৫ টিপস
বর্তমানে বাজারে যে সকল এসি বিক্রি হয় সেই সকল প্রত্যেক এসিতে রয়েছে বিভিন্ন ধরনের মোড। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, দ্রুত রুম ঠান্ডা করার জন্য একধরনের মোড, ড্রাই মোড, হিট মোড, স্লিপ মোড ইত্যাদি। এর পাশাপাশি রয়েছে অটো মোড। এই অটো মোডে এসি চালানো হলেই ইলেকট্রিক বিল অনেকটাই সাশ্রয় করা যায়। আসলে এই অটো মোড ব্যবহার করলে এসি নিজে থেকেই ঠিক করে নেয় কখন কিভাবে চালাতে হবে তার যন্ত্র।
অটো মোড অন করা থাকলে যখন ঘর একটু গরম হয় তখন এসি নিজে থেকে তার কম্প্রেসার অন করে ফের ঘর ঠান্ডা করতে শুরু করে। আবার যখন ঘর ঠান্ডা হয়ে যায় তখন সে কম্প্রেসার বন্ধ করে দেয়। একইভাবে অটো মোড অন করা থাকলে কখন এসির ফ্যান চালাতে হবে, কখন ফ্যানের গতি বাড়াতে হবে বা কমাতে হবে সব নিজে থেকেই কাজ করে। আর এসবের কারণেই ইলেকট্রিক বিলে লাগাম টানা যায়।