If you know these 6 Blanket Cleaning Hacks, the trouble will be much less: এই দেশে শীতের স্থায়ীত্ব মাত্র কয়েকমাস কিন্তু টানা শীতের দাপট থেকে বাঁচতে একমাত্র ভরসা কিন্তু কম্বল কিংবা ব্ল্যাঙ্কেট। শীতকে জব্দ করতে এর জুড়ি মেলা ভার কিন্তু শীত চলে গেলেই সমস্যা একটাই এই কম্বল পরিষ্কার করা হবে কিভাবে? হার কাঁপানো শীতে কম্বলের মজা নিলেও শীত চলে গেলে তা পরিষ্কার (Blanket Cleaning Hacks) করা খুব কঠিন। তবে এখন আর চিন্তা করতে হবেনা। আজকের প্রতিবেদনে আপনাদের জানানো হবে সহজ কিছু টিপস।
শীতের হাত থেকে রেহাই পেতে হালকা কিংবা ভারী সবধরনের কম্বল মানুষ ব্যবহার করে থাকে। আমাদের দেশে প্রত্যেকটি ঘরেই এটি ব্যবহার করা হয়। শীতকালে কম্বল গায়ে দিয়ে যেমন আরাম পাওয়া যায় তা অন্য কোথাও পাওয়া যায় না। কিন্তু কম্বল পরিষ্কার (Blanket Cleaning Hacks) করতে কতটা কষ্ট হয় সেটা তো সবাই জানে। কিন্তু এই সমস্যার সমাধান অবশ্যই আছে। আজকের আলোচ্য বিষয় কিন্তু সেটাই।
আজকাল তুলোর লেপ বা বালাপোষের চল নেই বললেই চলে। বিগত কয়েক বছর ধরে শীত সেভাবে কাবু করতে পারেনি এ রাজ্যের মানুষকে। তাই শীতের জিনিস প্রায় অচল হয়ে পড়েছে। তবে এবছরের শীতের একটানা কয়েক মাস দাপট কাহিল করে দিয়েছে মানুষকে। হালকা বা ভারী শীতে বেশ আরামদায়ক ব্ল্যাঙ্কেট বা কম্বল। কিন্তু অনেক সময় একটানা ব্ল্যাঙ্কেট ব্যবহারে নোংরা হয়ে পড়ে। নোংরা কম্বল কি ব্যবহার করতে কারোর ইচ্ছা করে? এর থেকে রেহাই পাবার উপায় কি (Blanket Cleaning Hacks)?
কিন্তু যদি নোংরা না হয় তাহলেও দীর্ঘদিন ব্যবহারের ফলে ব্যাকটেরিয়ার বাসস্থান হয় ব্ল্যাঙ্কেট। তাই পরিষ্কার কম্বল অবশ্যই সবাই চায়। সেইজন্য অনেকেই ব্ল্যাঙ্কেট পরিষ্কার করতে সেটাকে জলে ডুবিয়ে দেন। কিন্তু জানেন কি জলে ডুবিয়ে দিলে ব্ল্যাঙ্কেট নষ্ট হবার সম্ভাবনা থাকে। এমনকি সহজে শুকোতে চায় না তাই ঝামেলা থেকে মুক্তি পেতে, অল্প জল ব্যবহার করে ড্রাই ওয়াশ করতে পারেন ব্ল্যাঙ্কেট। কিন্তু ব্ল্যাঙ্কেট পরিষ্কার করার এটি সঠিক নিয়ম নয়। কম্বল পরিষ্কার (Blanket Cleaning Hacks) করতে গেলে জানতে হবে বিশেষ নিয়ম। প্রয়োজন দেড় থেকে ২ লিটার জল, ৩ চামচ পরিমাণ ভিনিগার, সামান্য বেকিং সোডা, একটা শ্যাম্পুর পাতা, ১ চামচ কমফোর্ট এবং এক চামচ স্যাভলন।
প্রথমে বেকিং সোডা এবং শ্যাম্পু ব্যবহার করে ব্ল্যাঙ্কেটের উপরিভাগের নোংরা দূর করতে হবে। এরপর কমফোর্ট ব্যবহারে সুগন্ধ থাকবে এবং স্যাভলন ব্যবহারে জীবাণু মুক্ত হবে ব্ল্যাঙ্কেট। ঈষৎ উষ্ণ জলে এই সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে নিতে হবে। আপনাকে প্রথমে ব্ল্যাঙ্কেটে ব্রেকিং সোডা ছড়িয়ে নিতে হবে পরে ভাল করে ঝেড়ে ফেলুন। জলে উপকরণ মেশানো হলে পরিষ্কার তোয়ালে ভিজিয়ে জল নিংড়ে নিন। ব্ল্যাঙ্কেট একটি সমান জায়গায় পেতে, ব্ল্যাঙ্কেট উপর ভিজে তোয়ালে এদিক ওদিক করে টেনে পরিষ্কার করে নিন। এভাবে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আপনার কম্বল।