Bengali meaning of Mobile: এমন বহু তথ্য রয়েছে যা সাধারন মানুষের কাছে অজানা। তবে অজানাকে জানার আগ্রহ বরাবরই মানুষের মধ্যে থাকে। এভাবে জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করার সম্ভব হয় মানুষের পক্ষে, আসলে যত বেশি নতুন বিষয় সম্পর্কে জানবেন ততই জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে। আজকের এই প্রতিবেদনে এমন একটি বিষয় তুলে ধরা হবে যা হয়তো খুবই সাধারণ কিন্তু এর অর্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই হয়তো এই বিষয়টি সম্পর্কে সঠিকভাবে জানেন না।
আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়লে অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। মোবাইল ফোন শব্দটির সঙ্গে সকলেই পরিচিত, কারণ বর্তমান সমাজে মোবাইল ছাড়া এক মুহূর্ত চলা অসম্ভব। বিভিন্ন দরকারি কাজ থেকে শুরু করে অবসর যাপনের নানারকম কাজকর্ম এই মোবাইলের মাধ্যমে মানুষ করে থাকে। কিন্তু জানেন এই মোবাইল ফোনের বাংলা অর্থ (Bengali meaning of Mobile) কি? অনেক শিক্ষিত মানুষকে এই প্রশ্ন করলে তারাও সঠিক উত্তর দিতে পারবে না।
আরো পড়ুন: ধনতেরাসের দিনে এই ৫টি জিনিস কিনলেই সর্বনাশ, ঘরে আসবে না সম্পদ, আসবে দুর্ভাগ্যের ছায়া
লোকমুখে কথাটি মোবাইল নামে পরিচিত। এমনকি মানুষ লেখার সময়ও মোবাইল বানান করে তারপরে লেখে। প্রচলিত কথা মোবাইল হলেও এর একটি বাংলা অর্থ (Bengali meaning of Mobile) রয়েছে, যা হয়তো কেউ সঠিকভাবে বলতে পারবে না। তবে আজকের প্রতিবেদনটিতে এই অজানা প্রশ্নের উত্তর পাওয়া যাবে। হয়তো সকলেরই জানা যে মোবাইল আসলে একটি ইংরেজি শব্দ। তাহলে অবশ্যই এর একটি বাংলা অর্থ রয়েছে। আসুন জেনে নিই মোবাইল শব্দের বাংলা অর্থ কি?
আরো পড়ুন: আপনিও কি বাথরুমকেই ওয়াশরুম আর ওয়াশরুমকে বাথরুম বলেন? জেনে নিন আসল পার্থক্য
মোবাইলের বাংলা অর্থ (Bengali meaning of Mobile) সেভাবে প্রচলিত নেই। মানুষ ব্যবহারও করেনা মোবাইল শব্দের বাংলা অর্থ। মোবাইল শব্দের বাংলা অর্থ কিন্তু ভ্রাম্যমান কিংবা চলমান। অনেক সময় ব্যবহার করতে শোনা যায় মোবাইল ভ্যান। এর বাংলা অর্থ হলো, চলমান গাড়ি কিংবা চলন্ত গাড়ি। কিন্তু মোবাইল ফোন শব্দটির বাংলা অর্থ হলো মুঠোফোন। আশা করি শব্দটির সঙ্গে অনেকেই পরিচিত নন।
যে ফোন সহজে বহন করা যায় এবং হাতের মুঠোয় চলে আসে তাকে মুঠোফোন বলে। মোবাইল ফোনের ক্ষেত্রে এই কথাগুলো একেবারেই প্রযোজ্য। কারণ মোবাইল ফোন খুব সহজেই বহন করা যায় এবং এটি হাতের মুঠোর মধ্যে চলে আসে। শব্দটি সেভাবে প্রচলিত না হলেও কবিরা কিংবা লেখকেরা অনেক সময় তাদের লেখাতে কিংবা কবিতাতে এর ব্যবহার করে থাকেন। আজকের এই অজানা তথ্যটি ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে কাজে আসতে পারে। এছাড়াও জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে এরকম অজানা তথ্য জানা একান্ত প্রয়োজন।