TVS Electric Two Wheeler: ইলেকট্রিক অবতারে টিভিএস আনছে নয়া চমক, কবে লঞ্চ হবে টু হুইলারটি

Prosun Kanti Das

Published on:

Advertisements

TVS Electric Two Wheeler: TVS মোটর হলো ভারতীয় টু-হুইলারের বাজারে একটি বিশিষ্ট নাম। ইতিমধ্যে টিভিএস পরিকল্পনা করছে এদেশে ইলেকট্রিক টু হুইলারের পোর্টফোলিও সম্প্রসারণে জোর দেওয়ার জন্য। টু হুইলারের বাজারে এই সংস্থার একটিমাত্র ইভি মডেল বিদ্যমান যা হল iQube। এরমধ্যেই এটি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে টু হুইলারের বাজারে। টিভিএস বর্তমানে পরিকল্পনা করছে এর সংখ্যা বৃদ্ধি করার। আগামী বছরের মার্চ মাসের মধ্যেই বাজারে আসতে চলেছে নতুন একটি বৈদ্যুতিক মডেল। যারা টিভিএস-এর বিনিয়োগকারী তারা এই বিষয়টি নিশ্চিত করেছে।

Advertisements

আজকের এই প্রতিবেদনে জানা যাবে টিভিএসের নয়া বৈদ্যুতিক টু হুইলার সম্পর্কে (TVS Electric Two Wheeler)। টিভিএস-এর বৈদ্যুতিক স্কুটার যেটি ভারতে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে ইতিমধ্যেই, তারই একাধিক ভ্যারিয়েন্ট আসতে চলেছে মার্কেটে। ক্রেতাদের মধ্যে আকর্ষণ বৃদ্ধি করার জন্যই TVS তাদের স্কুটারের সংখ্যা আরো বৃদ্ধি করছে।

Advertisements

আরো পড়ুন: নতুন মডেলের বাইক আনতে চলেছে রয়্যাল এনফিল্ড, তাও আবার দিওয়ালির আগেই

টিভিএস (TVS) এই মুহূর্তে ভারতীয় বাজারে লঞ্চ করেছে তাদের iQube ইলেকট্রিক স্কুটারের মডেলটি (TVS Electric Two Wheeler) এবং এর একাধিক ভ্যারিয়েন্ট বিক্রি করার পরিকল্পনা করা হচ্ছে। সাফল্য অর্জনের পরেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এই টু হুইলার এর সংস্থাটি সম্প্রতি TVS X নামের একটি স্পোর্টস ভার্সনের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। এর ফলে আরো বেশি সংখ্যক গ্রাহক আকৃষ্ট হবে এমনটাই আশা করা যাচ্ছে।

Advertisements

আরো পড়ুন: এক লাখের কমে 125cc বাইক? বাইক কিনুন এখন নিজের সামর্থের মধ্যে।

সূত্র মারফত জানা যাচ্ছে যে, হোসুরের সংস্থাটি সম্প্রতি বিভিন্ন ধরনের রেঞ্জের ইলেকট্রিক স্কুটারের (TVS Electric Two Wheeler) উপর কাজ করছে। এছাড়া খবর পাওয়া গেছে ইলেকট্রিক মোটরসাইকেলের উন্নয়নের জন্য যথেষ্ট প্রচেষ্টা চালানো হচ্ছে। সাধারণ মানুষের যাতে সাধ্যের মধ্যে থাকে সেই বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। টিভিএসের যে মডেল গুলো মার্কেটে লঞ্চ হবে সেগুলো একটি Jupiter-এর ইলেকট্রিক ভার্সন অথবা সংস্থার জনপ্রিয় মোপেড XL electric হতে পারে।

সবকটি ভ্যারিয়েন্ট B2B বা বিজনেস টু বিজনেস সেগমেন্টে আনার পরিকল্পনা করছে এই সংস্থা। এর অর্থ হল ব্যবসায়িক ব্যবহারের জন্যই মার্কেটে লঞ্চ করা হবে এই টু হুইলারগুলো। টিভিএস ভারতে দুটি নামের জন্য ট্রেডমার্ক দায়ের করেছে। সেগুলো হলো XL EV এবং E-XL। টিভিএস। ২০২৫ সালের মার্চ মাসে ভারত এক্সপো শো-তে এই টু হুইলারগুলো উন্মোচিত করা হবে।

Advertisements