TVS Ronin: পুজোর বাম্পার অফার, ১৪০০০ টাকা ছাড়ে পাবেন টিভিএস রনিন

Prosun Kanti Das

Updated on:

Advertisements

TVS Ronin: পুজোর বাম্পার অফার, ১৪০০০ টাকা ছাড়ে পাবেন টিভিএস রনিন। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরেই শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তার আগে চলছে মার্কেটিং এর ধুম। এই সময়টা প্রায় প্রতিটা ক্ষেত্রেই পাওয়া যায় ব্যাপক রকম ছাড়। রিটেল শপ থেকে শুরু করে ইলেকট্রনিক্স সব ক্ষেত্রেই ছাড়ের ছড়াছড়ি। পিছিয়ে নেই অটোমোবাইল সেক্টরগুলিও ব্যাপক ছাড়ের অফার দিচ্ছে ভারতের অন্যতম জনপ্রিয় টু হুইলার বাইক প্রস্তুতকারী সংস্থা টিভিএস মোটর কোম্পানি। তাদের টিভিএস রনিন (TVS Ronin) মডেলটিতে পাওয়া যাচ্ছে ব্যাপক ছাড়।

Advertisements

দুই চাকার গাড়ির বাজারে টিভিএসের নাম অত্যন্ত জনপ্রিয়। ভারতের প্রথম সারির গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির মধ্যে রয়েছে টিভিএস মোটর কোম্পানির নামও। সেই সংস্থা পুজোর এই মোরসুমে ব্যাপক ছাড়ের সুযোগ দিয়েছে গ্রাহকদের জন্য। অন্যান্য সংস্থাগুলির মতন গ্রাহকদের আকর্ষণ করার জন্য নিয়ে এসেছে দারুন অফার। সংস্থার পক্ষ থেকে টিভিএস রনিনের (TVS Ronin) একটি ফেস্টিভ এডিশন লঞ্চ করা হয়েছে। শুরুতেই গাড়িটির ক্রয় মূল্যের উপর ছাড় দেবার ঘোষণা করেছে সংস্থা।

Advertisements

টিভিএস মোটর কোম্পানির তরফ থেকে তাদের টিভিএস রনিন (TVS Ronin) মডেলটির ফেস্টিভ এডিশনের দাম ১৪ হাজার টাকা কম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাড়িটির বর্তমান বাজার দর ১.৩৫ লক্ষ টাকা। এর উপর পাওয়া যাবে ১৪ হাজার টাকা ডিসকাউন্ট। অর্থাৎ এই মুহূর্তে গাড়িটির ক্রয় মূল্য থাকবে ১.২১ লক্ষ টাকা। তবে এই অফার শুধুমাত্র বেস ভেরিয়েন্টের ক্ষেত্রেই প্রযোজ্য। আগের মডেলের মতনই এই মডেলটিতেও সমস্ত আধুনিক ফিচারস পাওয়া যাবে বলেই জানা গেছে।

Advertisements

আরো পড়ুন: একচেটিয়া ডিসকাউন্ট এবং অফার সহ উদযাপিত হচ্ছে অডির ১০০ দিন

আগের মডেলের মতন টিভিএস রনিন (TVS Ronin) ফেস্টিভ এডিশনেও পাওয়া যাবে এলইডি হেড এবং টেল লাইট, ব্লুটুথ কানেক্টিভিটি, ইনসেট ডিআরএল, সিঙ্গেল পড এলসিডি ইত্যাদি। এছাড়া থাকবে একটি মনোশক সাসপেনশন, ইউএসডি ফ্রন্ট ফর্ক। তবে কালারের ক্ষেত্রে খুব বেশি ভেরিয়েন্ট পাওয়া যাবে না। ডুয়াল টোনে গাড়িটি বেছে নেওয়া যেতে পারে, কিন্তু বেস ভেরিয়েন্টের ক্ষেত্রে সিঙ্গেল টোনেই পাওয়া যাবে। বেস ভেরিয়েন্টের ক্ষেত্রে ইউএসডি গোল্ড কালারের পাওয়া যাবে না।

এবার আসা যাক গাড়িতে ব্যবহৃত ইঞ্জিনের কথায়। টিভিএস রনিন (TVS Ronin) এ ব্যবহার করা হয়েছে একটি ২২৫.৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এটি এয়ার অয়েল কুল্ড ইঞ্জিন। ইঞ্জিনটি সর্বাধিক ২০.১ বিএইচপি এবং ১৯.৯৩ এনএম টর্ক শক্তি উৎপাদন করতে সক্ষম। গাড়িতে ব্যবহৃত মটরের সাথে ফাইভ স্পিড গিয়ার বক্স যুক্ত রয়েছে। বাজারে এই গাড়িটিরই সমকক্ষ বলা চলে আরও একটি গাড়িকে। যার নাম রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০। যার বাজার দর ১.৪৯ লক্ষ টাকা।

Advertisements