Advertisements

Twin Brothers Madhyamik Result: দেখতেও এক, নম্বরও একই! বীরভূমের যমজ ভাইয়ের মাধ্যমিক নম্বর নজর কাড়ল সবার

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : জন্মের সময়ে মাত্র কয়েক মিনিটের পার্থক্য থাকলেও দেখতে শুনতে দুজনেই একই রকম। আর এবার এই দুই যমজ ভাইয়ের মাধ্যমিক পরীক্ষার রেজাল্টেও এলো একই নম্বর। সচরাচর এমন ঘটনা দেখা না যাওয়ার কারণে বীরভূমের ওই দুই যমজ ভাই তাদের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে (Twin Brothers Madhyamik Result) রীতিমত নজর কেড়েছে সবার।

Advertisements

নজর কাড়া এমন ফলাফল হয়েছে মহঃ মোক্তার নাবিল ও মহঃ মোক্তার জাহিন নামে দুই যমজ ভাইয়ের। এই দুই যমজ ভাই বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের অন্তর্গত কাষ্ঠগড়া রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া। তারা দুজন যমজ হলেও তাদের মাধ্যমিকের ফলাফলের নম্বরও যে একই হবে তার কেউই টের পাননি।

Advertisements

বৃহস্পতিবার মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর দেখা যায় দুই যমজ ভাইয়েরই নম্বর এসেছে ৬৭৭। মাধ্যমিকে ভালো ফলাফল করার পর অবশ্য তারা দুজন ভবিষ্যতে দুই পথে যেতে চায়। একজনের ইচ্ছে ডাক্তার হওয়ার, আরেকজনের ইচ্ছে ইঞ্জিনিয়ার। মাধ্যমিকের ফলাফলে দুজনের নম্বর একই আসার পাশাপাশি অধিকাংশ বিষয়ের ক্ষেত্রেও তাদের নম্বরে বেশ সামঞ্জস্যও রয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Madhyamik Routine 2025: ভ্যালেন্টাইন ডে’র দিন শুরু, দেখে নিন ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন

নাবিল প্রথম ভাষায় পেয়েছে ৯৮, দ্বিতীয় ভাষায় পেয়েছে ৯২, গণিতে পেয়েছে ৯৮, ভৌত বিজ্ঞানে পেয়েছে ৯৭, জীবন বিজ্ঞানে পেয়েছে ১০০, ইতিহাসে পেয়েছে ৯৫ এবং ভূগোলে পেয়েছে ৯৭। অন্যদিকে জাহিন প্রথম ভাষায় পেয়েছে ৯৮, দ্বিতীয় ভাষায় পেয়েছে ৯৩, গণিতে পেয়েছে ৯৭, ভৌত বিজ্ঞানে পেয়েছে ৯৭, জীবন বিজ্ঞানে পেয়েছে ১০০, ইতিহাসে পেয়েছে ৯৪ এবং ভূগোলে পেয়েছে ৯৮।

এমন ফলাফলের পর নাবিল ও জাহিনের বাবা-মা জানিয়েছেন, ওরা সবসময় যা করত দুজনেই একসঙ্গে। পড়াশোনায় দুজনের একাগ্রতা নিয়ে কোন প্রশ্ন হবে না। ছবি আঁকা থেকে শুরু করে স্কুল যাওয়া ও অন্যান্য সময় পঠন পাঠন একসঙ্গে করেই আজ এইভাবে একই ফলাফল করেছে। যদিও একই রকম ফলাফল করবে তা কেউই বুঝে উঠতে পারেননি। তারা দুজনে একই ফলাফল করার পাশাপাশি কাষ্ঠগড়া রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয় থেকে স্কুলের মধ্যে এবার দুজনে প্রথম স্থান অধিকার করেছে।

Advertisements