নিজস্ব প্রতিবেদন : বীরভূমের মতো বড় জেলায় বরাবর পর্যাপ্ত দমকল কেন্দ্র অর্থাৎ ফায়ার স্টেশনের প্রভাব লক্ষ্য করা যায়। যে কারণে কোথাও আগুন লাগলে অথবা কোনো দুর্ঘটনা ঘটলেই সুদূর থেকে আসতে হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনীর এই যাওয়া-আসার সময়ের পরিপ্রেক্ষিতে উদ্ধারকার্যে অনেক সময় পেরিয়ে যায়। তবে এবার এই ক্ষেত্রে খুশির খবর দিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।
দমকল মন্ত্রী সুজিত বসু সোমবার বীরভূমের তারাপীঠে তারা মায়ের পুজো দিতে আসেন। সেই সময় এই দমকল কেন্দ্র নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, খুব তাড়াতাড়ি বীরভূমের নলহাটিতে তৈরি করা হবে একটি ফায়ার স্টেশন। বীরভূমের নলহাটিতে ফায়ার স্টেশন তৈরি করার বিষয়ে প্রপসাল তৈরি করছে দপ্তর।
অন্যদিকে একই ভাবে আরও একটি ফায়ার স্টেশন তৈরি হওয়ার বিষয়ে সুখবর দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। এই ফায়ার স্টেশনটি হলো দুবরাজপুরের। দুবরাজপুরের ফায়ার স্টেশন অনেকদিন ধরেই তৈরি হওয়ার কথা রয়েছে। তবে মন্ত্রীর কথা অনুযায়ী সেখানে কোন জমিজট লক্ষ্য করা গিয়েছিল। সেই জমিজট কাটিয়ে এবার ফায়ার স্টেশন তৈরি হওয়ার পথ সুগম হয়েছে।
দুবরাজপুর হোক অথবা নলহাটি, এই সকল জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলে সুদূর সিউড়ি অথবা রামপুরহাট থেকে দমকল বাহিনীকে ছুটে যেতে হয় এলাকায়। দীর্ঘ এই পথ অতিক্রম করার সময় অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। যে কারণে দ্রুত এই দুটি ফায়ার স্টেশন তৈরি হলে অনেক উপকৃত হবেন এলাকার বাসিন্দারা।
অন্যদিকে সুজিত বসু তারাপীঠে তারা মায়ের পুজো দিয়ে দেশ ও দশের মঙ্গল কামনা করেছেন বলে জানিয়েছেন। এছাড়াও তার দাদা ও দিদি অসুস্থ থাকার কথাও তিনি তুলে ধরেছেন। অন্যদিকে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর অনুব্রত মণ্ডলকে পুনরায় সিবিআইয়ের তলব করাকে তিনি ঠিক নয় বলেই জানিয়েছেন।