কথা বলতে শেখেনি, ২ বছরের শিশু উপস্থিত বুদ্ধিতে বাঁচলো মায়ের প্রাণ

নিজস্ব প্রতিবেদন : যে শিশু এখনো কথা বলতে শেখে নি, সেই শিশুরই উপস্থিত বুদ্ধিতে বাঁচলো তার মায়ের প্রাণ। এই ঘটনা সামনে আসতেই ওই শিশুর প্রশংসায় পঞ্চমুখ দেশের বাসিন্দা।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ রেল স্টেশনে। ওই রেল স্টেশনই তাদের ঘর। যে অসুস্থ মায়ের প্রাণ বেঁচেছে তিনি তার দুই সন্তানকে নিয়ে ওখানে দিন গুজরান। ভিক্ষা করেই তাদের সংসার চলে। দুই সন্তানের মুখে ভাত তুলে দেওয়ার জন্য ভিক্ষাই মূল সম্বল হওয়ায় বর্তমান করোনাকালে চরম অসুবিধার সম্মুখিন ওই মা। করোনা পরিস্থিতিতে স্টেশনে যাত্রীদের যাতায়াত কমেছে। এমত অবস্থায় ভিক্ষার ঝুলি ফাঁকা হয়ে যাওয়ায় দিনের পর দিন না খেতে পেয়ে ওই মায়ের শরীর অসুস্থ হয়ে পড়ে। তারপর হঠাৎ অজ্ঞান।

এমত অবস্থায় এখনো যে ছেলের মুখে বুলি ফোটেনি সেই দু’বছরের ছেলেটি তার ছোট ভাইকে মায়ের কাছে রেখেই স্টেশনের মধ্যে থাকা আরপিএফদের কাছে ছুটে যান। আর তাদের কাছে পৌঁছে কোনরকম আকারে-ইঙ্গিতে বোঝাতে সক্ষম হন তার মা সাড়া দিচ্ছে না। তারপর ওই শিশুই আরপিএফ জাওয়ানদের রাস্তা চিনিয়ে নিয়ে আসেন মায়ের কাছে। আর সেখানে পৌঁছেই আরপিএফ জওয়ানরা দেখতে পান আধমরা অবস্থায় পড়ে আছেন ওই মহিলা।

ঘটনার পরেই ওই রেল স্টেশনে কর্তব্যরত আরপিএফ জওয়ানরা রাতারাতি ওই মহিলার চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসা পেয়ে ওই মহিলা বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আর এসবের পরে ওই ঘটনার ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে পড়ে এবং ওই শিশু সকলের প্রশংসা কাড়ে।

চিকিৎসকরা জানিয়েছেন, পরিস্থিতি যে দিকে এগোচ্ছিল তাতে আর কিছুটা দেরি হলে অঘটন ঘটে যেতে পারতো। তবে এই যাত্রায় ওই মহিলার প্রাণ বেঁচেছে তার দু’বছরের সন্তানের জন্য। যদিও এখনো পর্যন্ত জানা যায়নি ওই মহিলার স্বামীর নাম অথবা তার সঠিক পরিচয়। সুস্থ হলে এবিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে।