নিজস্ব প্রতিবেদন : কলকাতায় আরাম করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াতের ক্ষেত্রে বহু মানুষকে অ্যাপ ক্যাবের (App Cab) উপর নির্ভর হতে দেখা যায়। অ্যাপ ক্যাব পরিষেবা দেওয়ার জন্য এই মুহূর্তে শহরে বিভিন্ন সংস্থা তাদের ব্যবসা শুরু করেছে। সেই সকল সংস্থার মধ্যে অন্যতম একটি সংস্থা হল উবের (Uber)। দীর্ঘদিন ধরেই এই সংস্থা শহরের বাসিন্দা থেকে শুরু করে শহরে আগত বাসিন্দাদের পরিষেবা দিয়ে আসছে।
তবে অ্যাপ ক্যাবে যাতায়াত করার ক্ষেত্রে যেমন আরামদায়ক সফর পাওয়া যায় ঠিক সেই রকমই পকেট থেকে মোটা টাকাও খসে। কিন্তু এবার আরাম করে সফরের পাশাপাশি কম টাকা খরচের বন্দোবস্ত করলো উবের। গত কয়েক মাস ধরেই শহরে তাদের তরফ থেকে এসি বাস (AC Bus) চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছিল। এই বিষয়ে দফায় দফায় রাজ্য সরকারের সঙ্গে তাদের আলোচনার পর অবশেষে দুর্দান্ত উবের এসি বাস পরিষেবা চালু হয়ে গেল শহরে।
উবের সংস্থার তরফ থেকে শহরে এসি বাস পরিষেবা চালু করে দেওয়ার ফলে এখন যাত্রীরা কম খরচেই আরাম করে যাতায়াত করতে পারবেন। শুধু আরাম করে যাতায়াত নয়, এর পাশাপাশি কখন আসবে বাস এবং তার পরিপ্রেক্ষিতে আগে থেকেই সিট বুকিং করে রাখা যাবে। সবচেয়ে বড় বিষয় হলো বাসের রিয়েল টাইম ট্র্যাকিং অ্যাপের মধ্যে দেখতে পাওয়ার ফলে যাত্রীদের আর অযথা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে হবে না।
আরও পড়ুন ? Uber বুকিংয়ে বড় বদল! এবার এই বিশেষ সুবিধা পাবেন যাত্রীরা
কলকাতায় কোন কোন রুটে uber এর এমন এসি বাস পরিষেবা চালু হলো? সংস্থার তরফ থেকে আপাতত তিনটি রুটে এমন বাস পরিষেবা চালু করা হয়েছে। যে তিনটি রুটে বাস পরিষেবা চালু করা হয়েছে সেই তিনটি রুট হল রানিকুঠি থেকে নিউ টাউন, জোকা থেকে নিউ টাউন এবং ব্যারাকপুর থেকে সেক্টর ফাইভ। এই তিন রুটে আসা এবং যাওয়া দুই ক্ষেত্রেই পরিষেবা পাওয়া যাবে। আগামী দিনে শহরের অন্যান্য জায়গাতেও এমন পরিষেবা পৌঁছে যাবে।
এই পরিষেবাকে জনপ্রিয় করে তোলার জন্য আপাতত বহু উবের অ্যাপ ব্যবহারকারী তার প্রথম রাইডের জন্য বিনামূল্যে যাত্রা করতে পারছেন। তবে এই পরিষেবার ক্ষেত্রে যে খরচ হবে তা যেমন কম নয়, আবার তা বেশিও নয়। কেননা ব্যারাকপুর থেকে সেক্টর ফাইভের জন্য খরচ হবে মোটামুটি ১৯৫ টাকা। রানিকুঠি থেকে নিউটাউনেরও খরচ মোটামুটি ১৯৫ টাকা। অন্যদিকে জোকা থেকে নিউটাউনেরও খরচ ১৯৫ টাকা।