নিজস্ব প্রতিবেদন : দেশের সাধারণ নাগরিকদের কাছে সঞ্চয়ের সবচেয়ে বড় জায়গা হল ব্যাঙ্ক। নিজেদের রোজগার থেকে প্রতিদিনের খরচ বাদে অধিকাংশ মানুষই চান কিছু টাকা পয়সার সঞ্চয় করে রাখতে। সঞ্চয়কারীরা তাদের কষ্টার্জিত অর্থ ব্যাংক অথবা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে থাকেন। এই সকল বিনিয়োগকারীদের টাকা পয়সা যাতে চোট না যায় তার জন্য কড়া নজরদারি চালায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কড়া নজরদারি চালানোর সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কোনরকম অসঙ্গতি দেখলেই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়। কখনো মোটা অংকের জরিমানা, তো আবার কখনো লাইসেন্স বাতিল, আবার কখনো নির্দিষ্ট সময়ের জন্য আর্থিক লেনদেন বন্ধ করে দেয়। ঠিক সেই রকমই এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোপে পড়ল দেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (UBI)। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছাড়াও আরও দুটি আর্থিক প্রতিষ্ঠানকে জরিমানার মুখোমুখি হতে হয়েছে।
গত শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জরিমানা করার এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছাড়াও আরবিএল ব্যাঙ্ক এবং বাজাজ ফাইন্যান্স লিমিটেডকে জরিমানা করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বিভিন্ন খাতে যে সকল নিয়ম জারি করা হয় সেই সকল নিয়মের লঙ্ঘন করায় এমন জরিমানা করা হয়েছে এই সকল আর্থিক প্রতিষ্ঠানকে।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপর এক কোটি টাকা জরিমানা আরোপ করা হয়েছে। লোন সংক্রান্ত নিয়ম এবং আরও একাধিক নিয়ম না মানার কারণে এমন জরিমানা করা হয়েছে। তবে এই জরিমানার প্রভাব গ্রাহকদের উপর পড়বে না বলেও জানানো হয়েছে। জরিমানা পুরোপুরি ব্যাংক ম্যানেজমেন্টের উপর বর্তাবে।
অন্যদিকে আরবিএল ব্যাংকের ওপর জরিমানা চাপানো হয়েছে মূলত বেসরকারি খাতের ব্যাংকগুলির শেয়ার অধিকগ্রহণ সংক্রান্ত নিয়ম না মানার জন্য। পাশাপাশি বাজাজ ফাইন্যান্স লিমিটেড nbfc সংক্রান্ত নিয়ম না মানার জন্য জরিমানার সম্মুখীন। তাদের জরিমানার পরিমাণ ৮.৫ লক্ষ টাকা।