College-University Admission Rules: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়মে বদল! সুযোগ দু’বার ভর্তির, বড় ঘোষণা ইউজিসি’র

Prosun Kanti Das

Published on:

The UGC has changed the college-university admission rules: কিছুদিন আগেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে উচ্চ শিক্ষার আবেদন নিয়ে চর্চা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই । অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। ভারতীয় শিক্ষা ব্যবস্থার পুরোনো নিয়মানুযায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেকোনো কোর্সে ভর্তি নিতে পারে বছরে মাত্র ১ বার। কিন্তু এখন থেকে ভর্তি হবার (College-University Admission Rules) সুযোগ পাওয়া যাবে বছরে ২ বার। ২০২৪-২৫ শিক্ষা বর্ষ থেকেই এই নিয়মে ভর্তি নেবার অনুমতি দিয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্টেড কমিশন।

গতবছর থেকে মুক্ত বিদ্যালয় এবং দূর শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছিল ইউজিসি। বিভিন্ন কোর্সের জন্য বছরে ২ বার করে ভর্তি নেবার সুযোগ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে। এইবার এই পদ্ধতিতেই রেগুলার কোর্সেও বছরে ২ বার করে ভর্তি (College-University Admission Rules) নিতে পারবে মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলি।গত শিক্ষাবর্ষে বছরের মাঝামাঝি জুলাই মাসে ১ বার ভর্তি নেওয়া হয়েছিল। এবং পরবর্তীতে পরের বছরের শুরুতে জানুয়ারী মাসে আরো ১ বার ভর্তি নেওয়া হয়।

ভারতীয় শিক্ষা নীতি অনুযায়ী, উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রতি বছর জুন-জুলাই মাসে নতুন শিক্ষা বর্ষ শুরু হয় এবং পরের বছর মে-জুন মাসের মধ্যে সেই শিক্ষা বর্ষ শেষ হয়। এই ১ বছরের সময় সীমার মধ্যেই সেই বছরের জন্য নির্দিষ্ট বিষয়ের পাঠদান, মূল্যায়ণ এবং ফলাফল ঘোষণার প্রক্রিয়া শেষ করতে হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে। কিন্তু গত বছর থেকে দূর শিক্ষার ক্ষেত্রে বছরে ২ বার ভর্তির প্রক্রিয়া শুরু করা হয়। চলতি শিক্ষাবর্ষ থেকে রেগুলার কোর্সে ভর্তির (College-University Admission Rules) ক্ষেত্রেও বছরে ২ বার ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা। ৫ ই মে ইউজিসির বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছেন ইউজিসির চেয়ারম্যান।

আরও পড়ুন 👉 WB College Admission: কলেজে ভর্তিতে ঝামেলার দিন শেষ! এবার চালু হচ্ছে পুরো নতুন ব্যবস্থা

উচ্চ শিক্ষায় ভর্তির (College-University Admission Rules) বিষয়ে নেওয়া ইউজিসির নতুন পদক্ষেপ, শিক্ষার্থীদের জন্য বেশ লাভ জনক হবে বলেই আশা করছে শিক্ষা দপ্তর। বোর্ড পরিক্ষার ফলাফল বের করতে অনেক সময় দেরি হয়ে যায়। সেই সামান্য দেরির মাশুল গুনতে হয়ে শিক্ষার্থীদের। ভর্তির সময় অতিক্রান্ত হয়ে গেলেই ১ বছরের জন্য অপেক্ষা করতে হয় নতুন শ্রেণীতে ভর্তি হবার জন্য। পিছিয়ে পড়তে হয় শিক্ষার্থীকে। কিন্তু বছরে ২ বার ভর্তি প্রক্রিয়া চালু থাকলে সেই সমস্যা কিছুটা হলেও কমবে। গত বছর মুক্ত বিদ্যালয় গুলিতে ২ বার ভর্তি নেওয়ার পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সারা পড়েছিল । গত বছর ১৯,৭৩,০৫৬ জনকে জুলাই মাসে ভর্তি নেবার পর, জানুয়ারী তে আরো ৪,২৮,৮৫৪ জন ভর্তি হয় নতুন করে। তাই সব দিক বিবেচনা করেই রেগুলার কোর্সের ক্ষেত্রেও এই পদ্ধতি ব্যাবহার করার সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি।

তবে এই নিয়ম যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে মেনে চলতেই হবে এমন কোনো মানে নেই। কোনো বিশ্যবিদ্যালয় এই নিয়ম মানবে? না কি মানবে না? তা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি এই নিয়ম ব্যাবহার করতে চায়ে তাহলে তা করার অনুমতি রয়েছে। নিজেদের পরিকাঠামোর উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেবার স্বধীনতা রয়েছে তাদের। ভারতের বাইরে একাধিক দেশে শিক্ষা ক্ষেত্রে এই নীতি প্রচলিত আছে। ভারতেও যদি উচ্চ শিক্ষার ক্ষেত্রে বছরে ২ বার করে ভর্তির নীতি (College-University Admission Rules) কর্যকর হয়, তাহলে আন্তর্জাতিক স্তরে ভারতীয় শিক্ষা ব্যবস্থা ১ ধাপ এগোবে। অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থার সাথে পাল্লা দিয়ে এগোতে পারবে ভারতীয় শিক্ষা ব্যবস্থাও।