১৪ জুনের মধ্যে Aadhaar-এর এই কাজটি না করলে সমস্যা, গুনতে হবে বাড়তি টাকা

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে বর্তমানে যে সকল নথি রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড (Aadhaar Card)। আধার কার্ড নাগরিকদের পরিচয়পত্র হিসাবে পরিগণিত না হলেও আধার কার্ড না থাকলে বহু সরকারি সুবিধা পান না নাগরিকরা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া যায় না আধার কার্ড ছাড়া। এমন গুরুত্বপূর্ণ একটি নথির ক্ষেত্রে এবার বড় আপডেট সামনে এলো।

UIDAI-এর তরফ থেকে জানানো হয়েছে, যাদের আধার কার্ড ১০ বছরের বেশি আগে করা হয়েছে তাদের সেই আধার কার্ড আপডেট করতে হবে। নিরাপত্তাজনিত কারণে আধার কার্ডের আপডেট (Aadhaar Update) করা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। এমনকি আপডেট না করা হলে পুরাতন আধার কার্ড বৈধ বলে বিবেচিত হবে না।

১০ বছরের পুরাতন আধার কার্ড আপডেট করার জন্য বর্তমানে একটি অফার দেওয়া হচ্ছে। যে সকল নাগরিকরা আগামী ১৪ জুনের মধ্যে নিজেদের আধার কার্ড আপডেট করাবেন তাদের এক টাকাও খরচ করতে হবে না। এখনো পর্যন্ত যে ঘোষণা রয়েছে তাতে ১৪ জুন পার হলে আধার কার্ড আপডেট করার জন্য গুনতে হবে বাড়তি টাকা।

বর্তমানে দেশের বড় সংখ্যার মানুষদের আধার কার্ডের বয়স ১০ বছরের বেশি হয়ে গিয়েছে। UIDAI এই সকল আধার কার্ড তিন মাসের মধ্যে আপডেট করানোর লক্ষ্যমাত্রা নিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করার কাজ করা হবে। ১৪ জুনের পর যে সকল নাগরিকরা তাদের আধার কার্ড আপডেট করাবেন তাদের বাড়তি ৫০ টাকা করে দিতে হবে।

আধার কার্ড আপডেট করার জন্য UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নিজের আধার নম্বর দিতে হবে এবং তারপর মোবাইলে আসা ওটিপি দিয়ে লগইন করতে হবে। এরপর ডকুমেন্ট আপডেট নামে যে বিকল্প রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তারপর সেখানে নিজের আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফের কফি আপলোড করতে হবে।