রেশন গ্রাহকদের দারুণ খবর দিলো UIDAI, শুনে আনন্দে লাফাবেন আপনিও

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি মানুষের খাদ্য সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা আইনের উপর ভিত্তি করে আনা হয়েছে রেশন ব্যবস্থা। এই রেশন ব্যবস্থায় দেশের অন্ততপক্ষে ৮০ কোটি মানুষ যুক্ত। যাদের আর্থিক এবং সামাজিক পরিস্থিতির কথা মাথায় রেখে রেশন ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়ে থাকে।

এছাড়াও করোনাকালের পর থেকে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থায় থাকা উপভোক্তাদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে যখন রেশন ব্যবস্থা প্রতিটি মানুষের কাছে গুরুত্বপূর্ণ ব্যবস্থা হিসাবে জায়গা করে নিয়েছে সেই সময় একটি দারুণ খবর দিল UIDAI। UIDAI এর তরফ থেকে যে খবর দেওয়া হয়েছে তাতে বহু রেশন উপভোক্তাদের চিন্তা দূর হবে।

UIDAI এর তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, রেশন উপভোক্তারা এবার তাদের আধার কার্ড দেখিয়ে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন। এর পাশাপাশি আরও একটি সুখবর দিয়ে জানানো হয়েছে, আধার কার্ড দেখিয়ে দেশের যেকোনো প্রান্ত থেকে নিজেদের খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন উপভোক্তারা। এই খবর রীতিমত স্বস্তি দিতে শুরু করেছে বহু উপভোক্তাদের যারা কর্ম ক্ষেত্রে অথবা অন্য কোন কারণে রাজ্যের বাইরে বসবাস করেন।

UIDAI তরফ থেকে টুইট করে লেখা হয়েছে, এখন আপনি আধারের মাধ্যমে সারা দেশের যে কোনও জায়গা থেকেই রেশন নিতে পারবেন। এর ফলে খুব সহজেই রেশন তোলা সম্ভব হবে। তবে এই কাজের জন্য আপনার আধার আপডেট করা প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক দেশ এক রেশন ব্যবস্থা প্রকল্পের মধ্য দিয়েই এই বন্দোবস্ত করা হয়েছে।

আধার কার্ড দেখিয়ে দেশের যেকোন প্রান্ত থেকে রেশন সামগ্রী সংগ্রহ করার জন্য নিজেদের আধার কার্ড আপডেট করতে হবে। এই আধার কার্ড আপডেট করার জন্য গ্রাহকদের যোগাযোগ করতে হবে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে। এছাড়াও নিকটবর্তী যে সকল ব্যাংক অথবা পোস্ট অফিসে আধার আপডেট বা তৈরি করা হচ্ছে সেখান থেকেও আধার আপডেট করে নেওয়া যাবে।