India vs Australia: ম্যাচ জিতেও অস্বস্তিকর রেকর্ড ভারতের, ফিরল ১৬ বছর আগের স্মৃতি

Unexpected record in World Cup 2023 match between India vs Australia: ১২ বছর পর আবারো দেশের বসেছে বিশ্বকাপের আসর। শেষবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপের ট্রফি উঠিয়ে ধরেছিল টিম ইন্ডিয়া। তারপর দুই দুইটি বিশ্বকাপ কাপে টিম ইন্ডিয়া সেমিফাইনালের দোরগোড়ায় গিয়ে আটকে গিয়েছে। এবার ১৪০ কোটি ভারতবাসী আবারও স্বপ্ন দেখতে শুরু করেছে রোহিত শর্মার হাতে বিশ্বকাপের ট্রফি উঠবে। বিশ্বকাপের আগে এশিয়া কাপে ভারতের পারফর্মেন্স এবং তারপর অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে ঘরের মাঠের সিরিজে ভারতের দারুণ জয় সেই আশার পালে আরও হাওয়া লাগিয়েছে।

এবারের বিশ্বকাপ হচ্ছে রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে, অর্থাৎ ১০ টি দল প্রত্যেকে, প্রত্যেকের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। তারপর পয়েন্ট টেবিলের সেরা চারটি দল সরাসরি সেমিফাইনালে অংশ নেবে। বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ৫ই অক্টোবর। গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে সেই ম্যাচ অনুষ্ঠিত হয় গুজরাটের নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে। তবে ভারত তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করে ৮ই অক্টোবর চেন্নাইতে অস্ট্রেলিয়া বিরুদ্ধে। প্রত্যাশা মতই সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে (India vs Australia) ৬ উইকেটে হারিয়ে ভারত তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করে। গোটা ম্যাচজুড়েই বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিংয়ের দাপট থাকলেও একটা অদ্ভুত রেকর্ড করেছে ভারত সেই ম্যাচে।

ম্যাচের আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ১৯৯ রান করে সব উইকেটের পতন ঘটে। ভারতের স্পিন বিভাগের সামনে মুখ থুবড়ে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। স্বল্প রান তাড়া করতে নেমে ভারত এক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে। অস্ট্রেলিয়া (India vs Australia) ফাস্ট বোলিং এর তোপে পড়ে একসময় ভারত মাত্র ২ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে ফেলে। ওপেনার রোহিত শর্মা এবং ঈশান কিষণ ও চার নম্বরে ব্যাটিং করতে আসা শ্রেয়াস আইয়ার প্রত্যেকেই শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। ভারতের ক্ষেত্রে এত কম রানে দলের প্রথম তিনটি উইকেটের পতন এই প্রথম বার। আর দ্বিতীয় বারের মত দলের প্রথম তিনজন ব্যাটার শুন্য রানে প্যাভিলিওনের রাস্তা ধরেন। এর আগের বারের ঘটনাও ঘটে অস্ট্রেলিয়ার সাথে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৩ রান তারা করতে গিয়ে প্রথম তিনজন বেটার শুন্য রানে আউট হয়ে যাওয়ার পরেও ম্যাচ যেতে ভারত।

মাত্র ২ রানে তিন উইকেট খুইয়ে আজ পর্যন্ত কোন দল রান তাড়া করে ম্যাচ জেতেনি। এই বিষয়ে আগের রেকর্ডটিও শ্রীলংকার সঙ্গে যুগ্মভাবে ভারতের দখলেই ছিল। সেবার জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র ৪ রানের মধ্যে ৩ উইকেট খোওয়ানোর পরও ম্যাচ জিতে নেয় ভারত। এদিন অবশ্য প্রথম ৩উইকেট ২ রানের মধ্যে হারানোর পর বিরাট কোহলির ৮৫ এবং কেএল রাহুলের ৯৭ রানের নায়কোচিত ইনিংসে ভর করে ম্যাচ জিতে নেয় ভারত। শেষদিকে অবশ্য বিরাট কোহলি আউট হলেও হার্দিক পান্ডিয়া এবং কেএল রাহুল দুজনে মিলে জয়ের বন্দরে পৌঁছে দেয় দলকে।

সবথেকে কম রানে প্রথম তিন উইকেট খুইয়ে ম্যাচ জেতার রেকর্ডের পরিসংখ্যানটি নিচে দেওয়া হলঃ-

১. অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৩ সাল, চেন্নাইতে ২ রানে ৩ উইকেট হারিয়েও জয় পায় ভারত।
২. জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০০৪ সাল, ৪ রানে ৩ উইকেট হারিয়েও ম্যাচ যেতে ভারত।
৩. বাংলাদেশের বিরুদ্ধে ২০০৯ সালে ৪ রানে ৩ উইকেট, হারিয়েও ম্যাচ জেতে শ্রীলঙ্কা।
৪. নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯৯৮ সালে ৫ রানে ৩ উইকেট, হারিয়েও ম্যাচ যেতে শ্রীলঙ্কা।
৫. জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৯৮৩ সালে ৬ রানে ৩ উইকেট, হারিয়েও ম্যাচ জেতে ভারত।
৬. জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০০৪ সালে ৬ রানে ৩ উইকেট, হারিয়েও ম্যাচ জেতে পাকিস্তান।