চিন্তার দিন শেষ! পেট্রোল-ডিজেলের দামে আসছে স্বস্তি! জল্পনা বাড়ালেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে মানুষের জনজীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েছে যানবাহন। আর যানবাহন চালানোর জন্য এখনো ৯৯% মানুষ ভর করে থাকেন পেট্রোল অথবা ডিজেলের উপর। যে কারণে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel Price) দাম বৃদ্ধি পেলেই রীতিমতো বাড়তি চাপ পড়ে প্রতিটি মানুষের ঘাড়ে, দানা বাঁধতে শুরু করে দুশ্চিন্তা। পেট্রোল-ডিজেলের দাম যখন আমজনতার কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সেই সময় স্বস্তির খবর শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি (Hardeep Singh Puri)।

পেট্রোল-ডিজেলের দামের কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী যা জানান তাতে পেট্রোল-ডিজেলের দাম কমবে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। সেখানেই তিনি এমনই একটি ইঙ্গিত দিয়েছেন যা থেকে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি পেট্রোল-ডিজেলের দাম কম করা হতে পারে।

মন্ত্রী হরদীপ সিং পুরি জানান, “ক্রুড তেলের (Crude Oil) দাম যদি আন্তর্জাতিক বাজারে অপরিবর্তিত থাকে তাহলে দেশের তৈল উৎপাদক ও বিক্রয়কারী সংস্থাগুলি পেট্রোল-ডিজেলের দাম কমানো নিয়ে চিন্তা-ভাবনা করতে পারে।” কেন্দ্রীয় মন্ত্রীর এমন মন্তব্য থেকেই পেট্রোল ডিজেলের দাম কমতে পারে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, মোদি সরকার সব সময় দেশের মানুষের কথা ভেবে থাকেন এবং সেই কথা ভেবেই ২০২২ সালের এপ্রিল মাস থেকে পেট্রোল ডিজেলের দাম কোনোভাবেই বৃদ্ধি করা হয়নি। এছাড়াও আগামী দিনেও যাতে সাধারণ মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে না পড়েন তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করবে কেন্দ্র সরকার।

তবে জ্বালানির দাম কি কমানো হতে পারে? সেই প্রশ্ন করা হলে কেন্দ্রীয় মন্ত্রী জানান, এই বিষয়ে তিনি ঘোষণা করতে পারেন না তবে গত ত্রৈমাসিক ওয়েল মার্কেটিং সংস্থাগুলি ঠিকঠাক লাভ করেছে। অনেকটাই ক্ষতি পূরণ হয়েছে। আগামিদিনে দেখা যাক কী করা যায়।