এটি দেশের অন্যতম হিল স্টেশন, যেখানে গেলে গায়ে কাঁটা দেয় পর্যটকদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হন্টেড ট্যুর বিদেশে বেশ জনপ্রিয়। এমনকি এই ধরনের ট্যুর নিয়ে নানান রকমের প্যাকেজ রয়েছে। আমাদের দেশে অথবা রাজ্যে যদিও এই ধরনের প্রচলন নেই তবে ইচ্ছে করলে পর্যটকরা যেতে পারেন হন্টেড ট্যুরে, তাও আবার পশ্চিমবঙ্গেই। ভারতে হন্টেড ট্যুরের জন্য জায়গার অভাব নেই। সংস্কার, কুসংস্কার সবকিছুর মিলনে অনেক জায়গা রয়েছে যেগুলি ভৌতিক হিসাবে পরিচিত।

Advertisements

যে সকল পর্যটকরা এই ধরনের জায়গায় ভ্রমণ করতে ইচ্ছা প্রকাশ করেন তাদের জন্য পশ্চিমবঙ্গে যে হিল স্টেশন রয়েছে সেটি হল কার্শিয়ঙের ডো হিল। লোকমুখে শোনা যায় এখানে নাকি তেনাদের আনাগোনা রয়েছে। এছাড়াও দাবি করা হয় এটি নাকি ভারতের সবচেয়ে ভৌতিক শৈল শহর। বুকে পাটা না থাকলে এখানে যাওয়া উচিত নয় বলেও মনে করা হয়।

Advertisements

দার্জিলিং থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই রেল স্টেশনকে ঘিরে নানান অলৌকিক কাহিনী ও গল্পের অভাব নেই। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণীদের সমাহার রয়েছে এই শৈল শহরে। দিনরাত সবসময় এখানে অলৌকিক কার্যকলাপ চলে বলে দাবি করা হয়। এখানকার ভুতুড়ে গল্প শিহরণ দেয় পর্যটকদের।

Advertisements

ডো হিলের বাসিন্দা এবং এখানে আগত পর্যটকদের থেকে এক অজ্ঞাত কিশোরের শিরচ্ছেদের গল্প শোনা যায়। ডো হিল থেকে ফরেস্ট যাওয়ার পথে নাকি অনেক পর্যটক এমন ঘটনা দেখেছেন। তাকে ঘুরে বেড়াতে দেখতে পাওয়ার পাশাপাশি হঠাৎ কুয়াশার মধ্যে মিলিয়ে যেতে দেখেছেন বলে দাবি করেছেন তারা।

এখানকার সমস্ত কিছুই রহস্যে ভরা। এখানে জনসংখ্যা কম নয়। এখানে একটি শতাব্দি প্রাচীন স্কুল, ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল এবং ডোহিল গার্লস্ হাইস্কুলকে ঘিরেও নানান গল্প শোনা যায়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এবং রহস্যমন্ডিত এমন হিল স্টেশন যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা বিমানবন্দরে নামার পর গাড়ি ভাড়া করে যাওয়া যেতে পারে। এছাড়াও নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ি রেলওয়ে স্টেশন থেকেও সহজে পৌঁছানো যায় এখানে।

Advertisements