দীপাবলিতে ‘ওম জয় জগদীশ’ গেয়ে ভাইরাল মার্কিন গায়িকা

নিজস্ব প্রতিবেদন : আলোর উৎসব দীপাবলিতে মেতে উঠেছেন দেশের মানুষ। চতুর্দিক সাজতে শুরু করেছে। করোনাকালে এই দীপাবলিতে মানুষের একটাই প্রার্থনা অন্ধকার কাটিয়ে যেন সবাই আলোর দিশা ফিরে পায়। তবে এই দীপাবলি বর্তমানে আর ভারতের মধ্যেই সীমাবদ্ধ হয়ে নেই। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই দীপাবলি পালন করা হয়ে আসছে। আর তারই প্রমাণ পাওয়া গেল দীপাবলীর সময় মার্কিন গায়িকার ‘ওম জয় জগদী’শ গান।

মার্কিন গায়িকা মেরি মিলবিন সম্প্রতি দীপাবলি উপলক্ষে এই ‘ওম জয় জগদীশ’ গান গেয়েছেন। সেই গানটি ইতিমধ্যেই সোসাল প্লাটফর্মগুলিতে প্রকাশিত হয়েছে। গায়িকা নিজেও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই গানের ভিডিও পোস্ট করেছেন। আর সেই ভিডিও সোশ্যাল বিভিন্ন প্লাটফর্মে প্রকাশিত হওয়ার পর তা ভাইরাল হয়ে পড়েছে।

মার্কিন এই গায়িকার গলায় ‘ওম জয় জগদীশ’ গানটি কেমন শুনতে লাগে তা ভারতীয়দের মনে সবথেকে বেশি কৌতুহল যুগিয়েছে। পাশাপাশি ভিডিওটিকে এমন ভাবে সাজিয়ে তোলা হয়েছে যেন সব কিছুই ভারতীয় সংস্কৃতির সাথে তাল খায়। গায়িকার পরনে শাড়ি, আপাদমস্তক ভারতীয় নারীর রূপ, হাতজোড় করে গাইছেন গান।

ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে এই গানটি কয়েক লক্ষ মানুষের দেখা হয়ে গিয়েছে। পাশাপাশি গানটি মন ছুঁয়েছে হাজার হাজার মানুষের। ভিন্ন ভাষার ভক্তিমূলক গানকে যেভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এই মার্কিন গায়িকা তা প্রশংসা করেছে ভারতীয়দের।