নিজস্ব প্রতিবেদন : বাড়ি থেকে দূর দূরান্তে থাকা শিক্ষক-শিক্ষিকাদের নিজের বাড়ির কাছে স্কুলে বদলীর জন্য চালু করা হয়েছিল উৎসশ্রী পোর্টাল (Utshashree)। এই পোর্টাল চালু হওয়ার পর এই প্রকল্পের হাত ধরে রাজ্যের বহু শিক্ষক শিক্ষিকা নিজেদের চাহিদা মত স্কুলে বদলি নিয়ে নেন। এক্ষেত্রে যেমন শিক্ষক-শিক্ষিকাদের অনেক সুবিধা বাড়ে, যেমন কিছু স্কুল ভালো ভালো শিক্ষক-শিক্ষিকা পান, ঠিক সেই রকমই আবার বেশকিছু স্কুল শিক্ষক-শিক্ষিকার শূন্য হয়ে পড়ে। যা নিয়ে বিভিন্ন মহলে নিন্দা শুরু হয়।
বর্তমানে রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে উৎসশ্রী প্রকল্প বা পোর্টাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে আপাতত আর শিক্ষক-শিক্ষিকারা নিজেদের ইচ্ছেমতো ঘরের কাছের স্কুলে বদলি নিতে পারবেন না। এর ফলে আবার শিক্ষক-শিক্ষিকাদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে।
রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে আগেই এই পোর্টাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৩০ জুন পর্যন্ত। তবে ৩০ জুনের মেয়াদ শেষ হলে পুনরায় এই পোর্টাল বন্ধ রাখার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগে এই পোর্টাল প্রাথমিক শিক্ষা সংসদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল।
উৎসশ্রী পোর্টাল আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার কারণ হিসাবে শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষক নিয়োগে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যে কারণে রাজ্যের প্রতিটি জেলায় কত শূন্য পদ রয়েছে তার সঠিক সংখ্যা জানা প্রয়োজন। কিন্তু শিক্ষক বদলির বিষয়টি চালু থাকলে সেই সংখ্যা জানা সম্ভব হবে না। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও শিক্ষক মহলের একাংশ রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে যে দাবি তোলা হচ্ছে তা মানতে নারাজ। এর পরিপ্রেক্ষিতে আবার তাদের যুক্তি, একদিকে মামলার চাপ আর অন্যদিকে দুর্নীতির অভিযোগ, এই দুইয়ের যাঁতাকলে পড়ে আপাতত রাজ্য সরকারের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য দিকে শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে, নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত শিক্ষক বদলী চালু করা সম্ভব নয়।