নিজস্ব প্রতিবেদন : সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী ৩০ ডিসেম্বর রাজ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পথ চলা শুরু করছে। এই ট্রেনটি উদ্বোধন হওয়ার আগে গত সোমবার ট্রায়াল রান করে এবং ঝড়ের গতিতে ছুটে যায় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি। ফেরার পথেও ঝড়ের গতিতে নিউ জলপাইগুড়ি থেকে ফিরে আসে হাওড়ায়।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যখন ভারতের বুলেট ট্রেন হিসাবে দেশের মানুষের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে সেই সময় এই ট্রেনটিকে নিয়ে মানুষের আশা প্রত্যাশার শেষ নেই। ট্রেনটিকে দেখার জন্য ইতিমধ্যেই স্টেশনে স্টেশনে মানুষকে ভিড় জমাতে দেখা যায়। পাশাপাশি স্টপেজ নিয়েও নানান জল্পনা তৈরি হয়। এই সকল জল্পনা, যেমন ভাড়া, স্টপেজ সবকিছু খোলসা করতে দেখা গেল রেলকে।
রেলের তরফ থেকে জানানো হয়েছে, একেবারে অত্যাধুনিক প্রযুক্তির বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন প্রিমিয়াম ট্রেন এবং এই ট্রেনে সমস্ত রকম সুবিধা পাওয়া যাবে। ওয়াইফাই ব্যবস্থা থেকে চার্জিং, ট্রেনের ভিতর এলইডি স্ক্রিনে ট্রেনের গতিবেগ থেকে শুরু করে কোন জায়গা পার করা হচ্ছে সবকিছু যাত্রীরা দেখতে পাবেন। বড় কাঁচের জানালা, স্বয়ংক্রিয় দরজা, ৩৬০° ঘোরার ক্ষমতা রাখে এমন সিট সব কিছু রয়েছে।
স্টপেজ হিসাবে হাওড়া অথবা নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি যাত্রা শুরু করার পর মাঝে মাত্র দুটি জায়গায় দাঁড়াবে। এই দুটি স্টপেজ হল বোলপুর শান্তিনিকেতন এবং মালদা টাউন। ট্রেনের গতিবেগ সর্বোচ্চ ১৩০ কিলোমিটার থাকবে এবং গড় গতিবেগ ৭৮ কিলোমিটার প্রতি ঘন্টা। এখন অনেকের মধ্যেই ভাড়া নিয়ে যে কৌতুহল তৈরি হয়েছে তাতে রেলের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শতাব্দি এক্সপ্রেসের তুলনায় ভাড়া বেশি হবে এই ট্রেনের।
The Vande Bharat Express at Howrah station pic.twitter.com/Ojhr9yifv9
— Eastern Railway (@EasternRailway) December 26, 2022
যদিও ঠিক কত ভাড়া হবে তা এখনো স্পষ্ট জানানো হয়নি। তবে যখন শতাব্দি এক্সপ্রেসের তুলনায় বেশি হবে এমনটা জানানো হয়েছে সেই জায়গায় বলা যেতে পারে ট্রেনের টিকিটের ভাড়া হতে পারে ন্যূনতম ১৭০০ টাকা বেশি এবং সর্বোচ্চ ২৫০০ টাকার বেশি।