নিজস্ব প্রতিবেদন : রাজ্যে এখন শুধু একটিই ঝড় বইছে আর সেই ঝড়টি হল বন্দে ভারত এক্সপ্রেস। যেদিন থেকে বাংলায় প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালুর ঘোষণা হয় সেদিন থেকেই এই ঝড় বইতে দেখা যাচ্ছে। ট্রায়াল রানের দিনেই হাজারে হাজারে মানুষকে স্টেশনের স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক ঝলক বন্দে ভারত দেখার জন্য। আর উদ্বোধনের দিন তো বলার নেই!
উদ্বোধনের দিন ১৭ টি স্টেশনে মানুষের আবদারের পরিপ্রেক্ষিতে স্টপেজ দেয় বন্দে ভারত এক্সপ্রেস। সাধারণ মানুষদের একবার ট্রেনে উঠে ট্রেনটি দেখার জন্য আকুতি মিনতি করতে দেখা যায়। কারণ বিলাসবহুল এই ট্রেনে হয়তো সবার সফর করা ব্যয় সাপেক্ষ হয়ে উঠবে না। এই ট্রেনের টিকিট মূল্য যেখানে অনেক বেশি সেই জায়গায় যাত্রীরা প্রায় ৪০০ টাকা কমেও সফর করার সুযোগ পেতে পারেন।
এমন একটি প্রিমিয়াম ট্রেনের টিকিট ৪০০ টাকা কমে কিভাবে সফর করা যাবে তা ভেবে হয়তো অনেকেই কূলকিনারা খুঁজে পাচ্ছেন না! তাই তো! সেই কিনারা দেখাবো আমরা। আবারও বলছি বিষয়টি অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি। আর সেটা আমরা বলছি না, বলছে খোদ আইআরসিটিসি।
হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের নিউ জলপাইগুড়ি পর্যন্ত সিসি ভাড়া পড়বে ১৫৩৫ টাকা। আবার ইসি ভাড়া পড়ছে সর্বোচ্চ ২৮২৫ টাকা। আবার নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত সিসি ভাড়া পড়ছে ১৫৪৫ টাকা এবং ইসি ভাড়া পড়ছে ২৬৭০ টাকা। তবে এই ট্রেনের ভাড়া দিনের ভিত্তিতে ওঠা নামা করবে বলে জানিয়েছে আইআরসিটিসি।
তবে কোন যাত্রী প্রায় ৪০০ টাকা কমে এই ট্রেনে সফর করার সুযোগ পেতে পারেন যদি তিনি খাবার না নেন। খাবার না নিলে সিসি কামরার ক্ষেত্রে ৩০০ টাকা বা তার কিছু কমবেশি ভাড়া কম পড়বে। অন্যদিকে ইসি কামরার ক্ষেত্রে প্রায় ৪০০ টাকা পর্যন্ত কম পড়বে সময়ের পরিপ্রেক্ষিতে। অর্থাৎ আপনি এই প্রিমিয়াম ট্রেনটিতে যাত্রা করার সময় খাবার না নেন তাহলে প্রায় ৪০০ টাকা কমে যাত্রা করার সুযোগ পেতে পারেন।