Vande Metro: বন্দে ভারত এক্সপ্রেসের পর এবার বন্দে মেট্রো! কবে চালু হবে, জানা গেল দিনক্ষণ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত ১০ বছরে কেন্দ্র সরকারের তরফ থেকে ভারতীয় রেলকে (Indian Railways) উন্নতির শিখরে পৌঁছে দেওয়া হয়েছে। যাত্রী সুবিধার কথার মাথায় রেখে ট্র্যাকে নামানো হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, অমৃত ভারত এক্সপ্রেস, Rapidx ট্রেনের মত নতুন নতুন ট্রেন। আর এবার অপেক্ষার অবসান ঘটিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছে বন্দে মেট্রো (Vande Metro)।

Advertisements

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পর বন্দে মেট্রো, বন্দে ভারত স্লিপার ট্রেন আসবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। শুধু জল্পনা নয়, পাশাপাশি এই সকল ট্রেন তৈরি করার কাজ ইতিমধ্যেই চলছে দেশের বিভিন্ন কারখানায়। আর এসবের মধ্যেই এবার বন্দে মেট্রোর ট্রায়াল রান নিয়ে একটি খবর এলো যা দেশের মানুষদের কাছে অন্যতম সুখবর হিসাবেই মনে করা হচ্ছে।

Advertisements

রেলের যে সকল আধিকারিকরা রয়েছেন তাদের একাংশের তরফ থেকে দাবি করা হচ্ছে, ভোট মিটে যাওয়ার মাত্র এক দু’মাসের মধ্যেই বন্দে মেট্রো ট্রেনের ট্রায়াল রান হতে পারে। ট্রায়াল রান হওয়ার পরই নির্দিষ্ট করে দেওয়ার রুটে ওই ট্রেন চালানো হবে। ইতিমধ্যেই বিভিন্ন রুট নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও রেল এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি।

Advertisements

আরও পড়ুন ? Vande Metro: বন্দে ভারতের পর বন্দে মেট্রো! এবার বাংলা থেকে এই রুটে চলা নিয়ে জল্পনা, যা জানাল রেল

বন্দে মেট্রো ২৫০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য চালানো হবে বলেই জানা যাচ্ছে। এই ট্রেন আন্তঃনগর যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য চালানো হবে। ট্রেনের কামরার মধ্যে যে সকল আসন থাকবে সেই সকল আসনগুলি হবে অনেকটা মেট্রোর বলেই জানা যাচ্ছে সূত্র মারফৎ। এই ট্রেনগুলি হবে শীততাপ নিয়ন্ত্রিত। বন্দে মেট্রো ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম হবে বলেই জানা যাচ্ছে। ট্রেনের কোচ হতে পারে ১২, তবে পরবর্তীতে তা বাড়িয়ে ১৬ করা হতে পারে। বন্দে মেট্রোর যে সকল কোচ কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে সেগুলি এখন শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, গত কয়েকদিন আগে হাওড়া থেকে ভাগলপুর পর্যন্ত একটি বন্দে মেট্রো চলবে এমন খবর ছড়িয়ে পড়েছিল। পরবর্তীতে রেলের তরফ থেকে সেই খবর সম্পূর্ণ ভুয়ো বলে জানানো হয়। এছাড়াও যুক্তি দিয়ে দেখলে বোঝা যাবে, ওই রুটে বন্দে মেট্রো চলতে পারেনা। কেননা বন্দে মেট্রো চালানো হবে ২৫০ কিলোমিটারের মধ্যে। যে জায়গায় হাওড়া থেকে ভাগলপুরের দূরত্ব প্রায় ৪৭৫ কিলোমিটার। এক্ষেত্রে যদি কোনদিন এই রুটে বন্দে ভারত ট্রেন চালু হয় তাহলে তা বন্দে ভারত এক্সপ্রেস চলতে পারে।

Advertisements