শর্মিষ্ঠা চ্যাটার্জী : এতদিন পর্যন্ত ভারতে গণপরিবহণ মাধ্যম হিসেবে বাস, ট্রেন এগুলির কথাই জেনে এসেছি আমরা। কিন্তু এবার নয়া চমক আসতে চলেছে ভারতবাসীর জন্য। গণপরিবহণ ব্যবস্থার ক্ষেত্রে প্রথম ভারতে চালু হতে চলেছে রোপওয়ে। ভারতবাসীর কাছে যা অত্যন্ত খুশির খবর।
কি ভাবছেন, কোথায় শুরু হবে এই ব্যবস্থা? তাহলে জেনে নিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী এলাকা বারানসীতেই সর্বপ্রথম চালু হতে চলেছে এই পরিষেবা। ভারতীয় ক্ষেত্রে প্রথম গণপরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হবে এই রোপওয়ে।
সাধারণত অতিরিক্ত যানজট এড়াতে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে চার্চ স্কোয়ারের মধ্যে চালু হবে এই রোপওয়ে ব্যবস্থা। যা প্রায় ৩.৪৫ কিমি দূরত্ব জুড়ে তৈরি হবে। এই প্রকল্পটি সম্পূর্ণ তৈরি করতে খরচ পড়বে প্রায় ৪০০ কোটি টাকা। বারাণসী ডিভিশনাল কমিশনারের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মূলত শহরের পাবলিক ট্রান্সপোর্টের প্রয়োজন মেটাতেই এই পরিকল্পনা।
রোপওয়ের মাধ্যমে মূলত যে পরিষেবা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে, ১৫ মিনিটের মধ্যে দুটি স্টেশনে যাতায়াত করা সম্ভব হবে এর সাহায্যে। ৪৫ কিমি উচ্চতায় ২২০ টি ট্রলি চলতে পারবে। প্রায় ৪ হাজার মানুষ একদিক দিয়ে যাতায়াত করতে পারবেন। ক্যান্টনমেন্ট স্টেশন হবে প্রধান টার্মিনাস এবং সেই সঙ্গে অন্যান্য স্টেশনের মধ্যে থাকবে সাজন তিরাহা, রথযাত্রা এবং গির্জা ঘর চৌরাহা ক্রসিং। প্রকল্পের ক্ষেত্রে খরচ কেন্দ্র এবং রাজ্য উভয়েই ৮০:২০ এই অনুপাতে ব্যয় করবে।
বিভাগীয় কমিশনারের তথ্য অনুযায়ী, ১১ ডিসেম্বরের মধ্যেই বিডিং প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং মনে করা হচ্ছে ২০২৪ এর মধ্যেই প্রকল্পটির কাজের সমাপ্তি হয়ে যেতে পারে।