New Metro Route: শহরবাসীর জন্য দারুন খবর! এবার যাতায়াত হবে আরো সহজ, এই রুটে চালু হবে মেট্রো চলাচল

Prosun Kanti Das

Published on:

Advertisements

New Metro Route: কলকাতাবাসীর যাতায়াতের অন্যতম মাধ্যম হলো পাতালরেল। যার মাধ্যমে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যান শহুরে ব্যক্তিরা। অনেক শহরবাসী বাসে ভিড় হওয়ার কারণে যাতায়াতের জন্য মেট্রোকেই বেছে নেন। আর সেই যাত্রীদেরই খুশির খবর শোনালো মেট্রোরেল কর্তৃপক্ষ। খুব শীঘ্রই একটা নতুন রুটে মেট্রো (New Metro Route) চালু হওয়ার কথা জানালো মেট্রো কর্তৃপক্ষ। কোন রুটে শুরু হবে মেট্রো চলাচল?

Advertisements

প্রসঙ্গত, পূর্বের বেশ কয়েক বছর ধরেই নিউ গড়িয়া টু বিমানবন্দর পর্যন্ত সোজা মেট্রো চলাচলের জন্য জোর কদমে কাজ করে চলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে। তবে সেই কাজের মধ্যে দিয়ে এখন নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়েছে। আর এই পরিস্থিতিতেই কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই নিউ গড়িয়ার অরেঞ্জ লাইনের পরিধি বাড়ানো হবে। যা সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত বিস্তার করা হবে।

Advertisements

আরো পড়ুন: এখনো ঠিক হলো না ধর্মতলা থেকে শিয়ালদা মেট্রোর দিনক্ষণ, কবে হবে শুরু!

অর্থাৎ যেসব কলকাতাবাসী নিউ গড়িয়া থেকে সল্টলেক যাতায়াত করেন তাদের জন্য যাতায়াত হবে আরো সহজ। আর বাসে চাপাচাপি করে পৌঁছতে হবে না অফিস-কাছারিতে। এই মেট্রো পরিষেবা (New Metro Route) চালু হলে ওই রুটের বহু মানুষ উপকৃত হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। কবে থেকে চালু হবে নিউ গড়িয়া টু সল্টলেকের মেট্রো?

Advertisements
আরো পড়ুন: বন্ধ হয়ে গেল সুড়ঙ্গ, মেট্রোরুটে পরিবর্তন আসল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ তরফে জানা গিয়েছে চলতি বছরের ১৫ই মার্চ মেট্রো পরিষেবা চালু হয়েছে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত। পরবর্তীতে বেলেঘাটা পর্যন্ত পরিধি বিস্তার করার আলোচনা হয়েছিল। এমনকি কাজ শুরু করার জন্য সেই অংশের ৪.৫ কিলোমিটার পর্যন্ত পরিদর্শনও হয়েছিল। কিন্তু এই পরিধি বিস্তারের জন্য সিআরএস জনককুমার গর্গ অনুমোদন দেয়নি। অপরদিকে নিউ গড়িয়া অরেঞ্জ লাইনের পরিধি বিস্তারের অনুমোদন পায় কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যে রুটে মেট্রো চলাচলের জন্য জোড় কদমে কাজ করছে কলকাতা মেট্রো। কিন্তু চলতি বছরের ডিসেম্বরেও সেই কাজ শেষ হবে না বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। লাগবে আরো দু-তিন মাস। ফলেই নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ (New Metro Route) পর্যন্ত মেট্রো করে যাওয়ার জন্য কমপক্ষে মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে যাত্রীদের।

কেন এখনো দু-তিন মাস সময় লাগবে এই নয়া রুটের মেট্রো পরিষেবা চালু হতে? এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে মেট্রোপলিটনে ভায়াডাক্টের কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। অপরদিকে ভায়াজাক্টের কাজ সম্পূর্ণ হয়নি চিংড়িঘাটাতেও। আর সেই কারণেই আরো বেশ কয়েক মাস সময় লাগবে নিউ গড়িয়া টু সল্টলেক রুটের (New Metro Route) মেট্রো পরিষেবা চালু হতে।

Advertisements