মাথায় হাত যাত্রীদের, আচমকা বাড়ছে লঞ্চের ভাড়া, টান পড়বে পকেটে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গে বেশ কিছু জেলা রয়েছে যে সকল জেলার বাসিন্দারা যাতায়াতের জন্য নির্ভর করে থাকেন লঞ্চের উপর। যে কারণে গণপরিবহনের অন্যতম মাধ্যম হিসেবে ভেসেল পরিষেবাকে ধরা হয়ে থাকে। ভেসেল পরিষেবার উপর নির্ভর করে যাত্রীরা যানজটমুক্ত অবস্থায় কম খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার সুবিধা পান। তবে আচমকা এই সকল লঞ্চের ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর ফলে নিত্যযাত্রীদের পকেটে টান পড়বে তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisements

হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা রয়েছেন যারা অফিস যাতায়াতের ক্ষেত্রে ভেসেল পরিষেবার উপর নির্ভরশীল। হাওড়ার গাদিয়াড়া থেকে পূর্ব মেদিনীপুরের গেঁওখালি এবং দক্ষিণ ২৪ পরগণার নূরপুরের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম হলো ভেসেল পরিষেবা। এই ভেসেল পরিষেবা আরও মসৃণ করার জন্য ইতিমধ্যেই তৈরি করা হয়েছে নতুন জেটি এবং আরও শক্তিশালী লঞ্চ জলে নামানো হয়েছে। তবে এসবের মধ্যেই ভাড়া বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে এবং সেই নতুন ভাড়া আগামী সোমবার থেকে লাগু হবে।

Advertisements

ভাড়া বৃদ্ধি করার বিষয়ে ইতিমধ্যেই ফেরিঘাটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অন্যদিকে পুরাতন লঞ্চের পরিবর্তে নতুন লঞ্চ দিয়ে পরিষেবা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। তবে নতুন এই সকল পরিষেবা চালু হলেও ভাড়া বৃদ্ধি কিছুটা হলেও বেগ দিচ্ছে সাধারণ মানুষদের। আর এই নিয়ে সাধারণ মানুষদের মধ্য থেকে মিশ্র প্রতিক্রিয়াও পাওয়া গিয়েছে। আচমকা ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীদের একাংশের মধ্যে তৈরি হচ্ছে অসন্তোষ।

Advertisements

নতুন ভাড়া নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ভেসেল পরিষেবার ক্ষেত্রে আগে যে পরিষেবার জন্য ৮ টাকা ভাড়া দিতে হতো সেই পরিষেবার জন্য এখন ভাড়া দিতে হবে ১০ টাকা। হিসেব অনুযায়ী ৮ টাকায় ভাড়া বেড়েছে ২ টাকা। যাত্রীদের একাংশের দাবি, আচমকা এক ধাক্কায় অনেকটা ভাড়া বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ।

যদিও ভাড়া বৃদ্ধির বিষয়ে হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি লিমিটেডের দাবি, তারা এই বিষয়ে অবগত নন। তবে জানা যাচ্ছে যাত্রীদের দাবি অনুসারে এই গত জুন মাসে অনেক শক্তিশালী লঞ্চ নামিয়ে ছিল সমবায় সমিতি। শক্তিশালী যে লঞ্চ নামানো হয় তার জ্বালানি অনেক বেশি খরচ হচ্ছে বলে জানা গিয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে যাত্রীদের থেকে যে ভাড়া উঠছে তা দিয়ে জ্বালানি খরচ তোলা কষ্ট হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষকে না জানিয়েই কর্মচারীরা নাকি এমন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisements