নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে এখন অধিকাংশ মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে মোবাইল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, বড় সংখ্যার মানুষের হাতেই এখন পৌঁছে গিয়েছে স্মার্টফোন। আর এই স্মার্টফোন যত বাড়ছে ততই গ্রাহক সংখ্যা হারাচ্ছে Vi, BSNL এর মত টেলিকম সংস্থাগুলি। এবারও নতুন আপডেট অনুযায়ী বিপুল সংখ্যক গ্রাহক হারালো ভোডাফোন আইডিয়া (Vi Loses Subscribers)।
ভারতে যে সকল টেলিকম সংস্থা রয়েছে তার মধ্যে তালিকায় প্রথম স্থান অধিকার করে রয়েছে মুকেশ আম্বানির Jio। দ্বিতীয় স্থানে রয়েছে Airtel এবং তৃতীয় স্থানে রয়েছে ভোডাফোন আইডিয়া বা Vi। অন্যদিকে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL।
তবে তালিকা যাই হোক না কেন দিন দিন যে টেলিকম সংস্থার জয় জয়কার চলছে সেটি হল মুকেশ আম্বানির জিওর। কেননা এই টেলিকম সংস্থায় প্রতি মাসেই দেখা যাচ্ছে লাফিয়ে লাফিয়ে গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ট্রাই প্রতি মাসে গ্রাহক সংখ্যা বৃদ্ধির যে রিপোর্ট দিয়ে থাকে তাতেই দেখা যায় প্রতি মাসেই তাদের গ্রাহক সংখ্যা বেড়ে চলেছে। এছাড়াও গ্রাহক সংখ্যা বৃদ্ধির তালিকায় এয়ারটেলও কম যাচ্ছে না।
আরও পড়ুন ? Vi Recharge Plan: খরচ একই, অথচ ব্যাপক সুবিধা দিচ্ছে Vi, পিছিয়ে পড়ল Jio, Airtel
সম্প্রতি ট্রাইয়ের তরফ থেকে গ্রাহক সংখ্যা বাড়া কমা নিয়ে যে রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্ট অনুযায়ী, মার্চ মাসে ভোডাফোন আইডিয়া নতুন করে ০.৬৮ মিলিয়ন অর্থাৎ ৬ লক্ষ ৮০ হাজার গ্রাহক হারিয়ে ফেলল। ট্রাইয়ের তরফ থেকে যে রিপোর্ট পাওয়া যাচ্ছে, সেই রিপোর্ট থেকে জানা গিয়েছে, ভোডাফোন আইডিয়ার প্রতি মাসে এই ভাবেই গ্রাহক সংখ্যা হারানোর ঘটনা চলছে। স্বাভাবিকভাবেই এই সংস্থার গ্রাহক সংখ্যা কমে এখন দাঁড়িয়েছে ২১৯.৮ মিলিয়ন।
অন্যদিকে ভোডাফোন আইডিয়ার গ্রাহক সংখ্যা কমলেও ঝড়ের গতিতে গ্রাহক সংখ্যা বৃদ্ধি করে চলেছে Airtel এবং Jio। মার্চ মাসে এয়ারটেল তাদের গ্রাহক সংখ্যা বাড়িয়েছে ১.৭৫ মিলিয়ন। অন্যদিকে মার্চ মুখে জিও গ্রাহক সংখ্যা বৃদ্ধি করেছে ২.১৪ মিলিয়ন। আর এইভাবে ঝড়ের গতিতে গ্রাহক সংখ্যা বৃদ্ধি করে এখন জিওর মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৯.৭ মিলিয়ন এবং এয়ারটেলের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৫.৭ মিলিয়ন। অন্যদিকে একইভাবে গ্রাহক সংখ্যা কমেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল-এর।