Jio-র সাথে পাল্লা, Vodafone নিয়ে এলো নতুন রিচার্জ প্ল্যান

নিজস্ব প্রতিবেদন : ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা হিসাবে তৈরি করেছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। গ্রাহক সংখ্যার নিরিখে সবার উপরে থাকার পাশাপাশি এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য কোন না কোন সময় নতুন নতুন অফার তারা নিয়ে আসছে। সম্প্রতি এই সংস্থার বেশ কতকগুলি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসে যেগুলিতে দৈনিক কোন ডেটা লিমিট নেই। আর জিওর সেই রিচার্জ প্ল্যানকে পাল্লা দিতেই এবার ভোডাফোন আইডিয়া নিয়ে এলো নতুন একটি রিচার্জ প্ল্যান।

ভোডাফোন আইডিয়া সম্প্রতি যে নতুন রিচার্জ প্ল্যানটি এনেছে সেটি হল ২৬৭ টাকার। তবে এই রিচার্জ প্ল্যানে ভোডাফোন আইডিয়া যে অফার দিচ্ছে সেই অফারই মুকেশ আম্বানির টেলিকম সংস্থা দিচ্ছে মাত্র ২৪৭ টাকায়। অর্থাৎ পাল্লা দিতে হলেও শুরুতেই ভোডাফোন আইডিয়াকে দামের দিক দিয়ে কিছুটা হলেও পিছিয়ে পড়তে হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই দুই সংস্থার এই দুটি মূল্যের রিচার্জ প্ল্যানে কি কি সুবিধা রয়েছে।

ভোডাফোন আইডিয়া ২৬৭ টাকা : এই রিচার্জ প্ল্যানের মোট বৈধতার ৩০ দিন। পাওয়া যাবে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। সাথে পাওয়া যাবে মোট ২৫ জিবি ডেটা। এই ডেটার ক্ষেত্রে কোনো রকম দৈনিক লিমিট নেই। এছাড়াও ভিআই মুভিজ ও টিভি অ্যাপের সাবস্ক্রিপশন রয়েছে বিনামূল্যে।

জিওর ২৪৭ টাকা : জিও গ্রাহকরা ২৪৭ টাকা রিচার্জ করলে পাবেন ৩০ দিনের বৈধতা। তার সাথে পাবেন যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএসের সুবিধা। এই রিচার্জে গ্রাহকরা মোট ২৫ জিবি ডেটা পাবেন, যে ডেটার কোনো রকম দৈনিক লিমিট নেই। এছাড়াও রয়েছে জিও টিভি, জিও সিনেমা, জিও নিউজ সহ আরও একাধিক সুবিধা।