প্রতিদিন ৪ জিবি ইন্টারনেট, Vodafone-এর আকর্ষণীয় রিচার্জ প্ল্যান

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে প্রতিনিয়ত টেলিকম সংস্থাগুলির মধ্যে বেড়ে চলেছে প্রতিদ্বন্দ্বীতা। আর এই প্রতিদ্বন্দিতায় নিজেদের অস্তিত্ব বজায় রাখতে টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের সামনে নতুন নতুন অফার নিয়ে আসছে। নতুন নতুন অফারের তাগিদে গ্রাহকদের দেখা যাচ্ছে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে MNP করতে।

Advertisements

Advertisements

প্রতিযোগিতার এই বাজারে Vodafone Idea অর্থাৎ VI নিয়ে এসেছে আকর্ষণীয় বেশকিছু রিচার্জ প্ল্যান। যে সকল রিচার্জ প্ল্যানগুলি প্রতিনিয়ত মন জয় করে চলেছে তাদের গ্রাহকদের। যদিও বর্তমানে Vodafone Idea অর্থাৎ VI এর গ্রাহক সংখ্যা এখন অনেকটাই কমে গেছে। সেই জায়গায় তারা এই সকল আকর্ষণীয় অফার গ্রাহকদের সামনে তুলে ধরে পুনরায় গ্রাহক সংখ্যা বৃদ্ধির প্রচেষ্টায় এগিয়ে চলেছে।

Advertisements

প্রতিদিন ৪ জিবি ইন্টারনেট বা ডেটা এবং আনলিমিটেড কল সহ Vodafone Idea অর্থাৎ VI-র যে রিচার্জ প্ল্যানটি রয়েছে সেটি হল ৬৯৯ টাকার। এই রিচার্জ প্ল্যান বর্তমানে ভারতীয় টেলিকম বাজারে সব থেকে সস্তা বলে দাবি করেছেন টেলি বিশেষজ্ঞরা। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের প্রতি জিবি ডেটার খরচ দাঁড়াচ্ছে মাত্র ২ টাকা কিছু পয়সা। চলুন দেখে নেওয়া যাক এই রিচার্জ প্ল্যানে আর কি কি সুবিধা রয়েছে।

৬৯৯ টাকা : এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পেয়ে থাকেন প্রতিদিন ২+২ জিবি ডেটা এবং যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল। পাশাপাশি রয়েছে প্রতিদিন ১০০ টি করে SMS। এছাড়াও রয়েছে উইকেন্ড ডেটা রোল ওভারের সুবিধা। Vi Movies & TV অ্যাপের সাবস্ক্রিপশনও রয়েছে বিনামূল্যে। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৮৪ দিন।

Advertisements