Viral Video of Truck: ট্রাকের পাতাল প্রবেশ, সংবাদমাধ্যমে এই ভিডিওটি দেখে রীতিমতো শিউরে উঠবে গা

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Viral Video of Truck: সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল এমন বহু জিনিস দেখা যায় যা সত্যিই রীতিমতো চমকে দেয় আমাদের। শুধুমাত্র দেশের মধ্যেকার খবর নয় বিদেশের নানারকম খবর নিমেষের মধ্যেই ঘরে বসে আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। শুধুমাত্র বিনোদন নয় নানারকম গুরুত্বপূর্ণ তথ্য লাভ করা যায় এই প্ল্যাটফর্ম থেকে। আজকের এই প্রতিবেদনে এমনই একটি রোমাঞ্চকর খবর তুলে ধরা হবে যা দেখলে শিউরে উঠবে আপনার গা।

Advertisements

সীতার পাতালে যাওয়ার কাহিনী আমরা সকলেই শুনেছি, কিন্তু আস্ত একটি ট্রাক সোজা পাতালে চলে যেতে পারে তা কি আদৌ বিশ্বাস হয় আপনার? ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও একেবারে সত্যি। গোটা একটি ট্রাক ঢুকে গেছে একেবারে পাতালের ভিতর। ট্রাকটিতে আবর্জনা তোলার ‘জেটিং মেশিন’ বসানো ছিল। সেই কাজ করতে করতেই রাস্তায় থাকা বিশাল এক গর্তের মধ্যে পড়ে যায় এই ট্রাক ( Viral Video of Truck) ।

Advertisements

‘জেটিং মেশিন’ সমেত গোটা ট্রাকটাই প্রবেশ করে কয়েক ফুট গভীর গর্তে। ভিডিওটি রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া ( Viral Video of Truck) জুড়ে। তবে প্রাণ সংশয় ঘটেনি ট্রাক চালকের। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে যে, পুণের নাগরিক বর্জ্য ব্যবস্থাপনা দফতরের একটি ট্রাক গত শুক্রবার শহরের একটি ডাকঘরের কাছে খোলা একটি গহ্বর (সিঙ্কহোল) ভেঙে পুরোপুরি ঢুকে যায়।

Advertisements

আরো পড়ুন: ফোন ছিনতাইয়ের চেষ্টা করা হলো ট্রেনের জানালা দিয়ে, কি হলো তারপর

সম্প্রতি এক্স হ্যান্ডেলে ভিডিওটি ভাইরাল ( Viral Video of Truck) হয়েছে এবং ‘ঘর কা কলেশ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। রীতিমতো হইচই পড়ে গেছে এই ভিডিওটি নিয়ে। বহু মানুষ ইতিমধ্যে ভিডিওটি দেখেছেন এবং কমেন্ট করেছেন। এই হাড়হিম করা ঘটনা নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

ভাইরাল হওয়া ভিডিও দেখলে আপনি ভয়ে আতঙ্কে শিউরে উঠবেন। কয়েক সেকেন্ডের জন্য প্রাণে বেঁচে গেছে ট্রাক ড্রাইভার। ট্রাকটি যখনই মাটির ভিতরে গর্তে পড়ে যায় সাথে সাথে ভেতর থেকে জল বেরিয়ে আসে। বিশাল গর্তের মধ্যে ট্রাকটি পুরোপুরি ডুবে যায়। পরে ২টি ক্রেনের সাহায্যে গর্ত থেকে ট্রাকটি তোলা হয়। ডাকঘরের চত্বরে আগে একটি পুরনো কূয়ো ছিল এবং সেটিকে এখন পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে যে, বর্জ্য নিষ্কাশনের জন্য যন্ত্রটির ভার অতিরিক্ত হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

Advertisements