Viral Video: নাগরদোলা থেমে গেলো মাটি থেকে ২৪৩ ফুট ওপরে, ঝড়বৃষ্টির মধ্যে আতঙ্কে নাজেহাল আরোহীরা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Viral Video: সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল বিভিন্ন ধরনের জিনিস আমাদের চোখে পড়ে। অন্যদেশে ঘটে যাওয়া কোন ঘটনাও আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে ঘরে বসেই দেখতে পাই। এমনই একটি ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটি দেখলে আপনিও রীতিমতো আতঙ্কিত হয়ে যাবেন। মাটি থেকে ২৪৩ ফুট উঁচুতে এক নাগরদোলা আটকে রয়েছে ঝড়ের মধ্যে, নাগরদোলায় আটকে থাকা মানুষজন আতঙ্কে রীতিমতো চিৎকার করছে।

Advertisements

ঝড়ো হাওয়া এবং তার সাথে চলছে অবিরাম ভারী বর্ষণ। এর মধ্যে যদি ২৪৩ ফুট ওপরে নাগরদোলা আটকে যায় তাহলে কেমন অবস্থা হতে পারে সাধারণ মানুষের। গল্প কাহিনী মনে হল এমনই একটি দুর্ঘটনা ঘটেছে, যা সোশ্যাল মিডিয়ার (Viral Video) দৌলতে সামনে এসেছে।

Advertisements

এতক্ষণে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এমন ভয়ানক ঘটনা কোথায় ঘটেছে? সম্প্রতি এই ভয়ংকর ঘটনা ঘটেছে মেক্সিকোর এক বিনোদন পার্কে। পুরো ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে কিছুদিন আগে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরালও (Viral Video) হয়েছে। বহু মানুষ এই ভয়ংকর ভিডিওটি দেখেছেন।

Advertisements

আরো পড়ুন: যমরাজ যখন পরীক্ষক আর ভূতেরা পরীক্ষার্থী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

ভাইরাল হওয়া এই ভিডিওতে (Viral Video) দেখা গেছে যে, বিনোদন পার্কে অবস্থিত বিশাল এক নাগরদোলায় চড়েছেন বেশ কয়েক জন। নাগরদোলাটি অবস্থিত মাটি থেকে প্রায় ২৪৩ ফুট উঁচুতে। নাগরদোলায় যেসব মানুষেরা চড়েছেন তারা রীতিমতো হইহুল্লোড় করছেন। নাগরদোলায় চড়ার সময় হঠাৎ করেই শুরু হয়ে যায় ঝড়ো হাওয়া এবং সাথে শুরু হয় অতি ভারী বর্ষণ। বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে যায় নাগরদোলা এবং মাটি থেকে অনেক উপরে আটকে পড়ে থাকে বহু মানুষ। মাঝআকাশেই আটকে থাকার অভিজ্ঞতা কারোরই ভালো ছিল না। ঝোড়ো হাওয়ার তীব্রতা বাড়তে থাকায় নাগরদোলার বসার জায়গাগুলি জোরে জোরে নড়তে থাকে। নিজের নিজের আসনে বসেই ভয়ে চিৎকার শুরু করেন তাঁরা। যখনই প্রবল বৃষ্টি শুরু হয় তারা নাগরদোলার রড শক্ত করে ধরে থাকে।

এই ভয়ংকর ভিডিওটি পুরো ক্যামেরাবন্দি করেন ওমর হার্নান্দেজ মেড্রানো নামে এক ব্যক্তি। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়াতে। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই অনেক মানুষ দেখে ফেলেছেন। ভিডিয়ো দেখে ইতিমধ্যেই উদ্বেগও প্রকাশ করেছেন বহু মানুষ।

Advertisements