New Tricks to steal: পেন দিয়ে তালাবন্ধ ব্যাগ খুলে সাফাই! ভিডিও দেখে ঘুরতে যাওয়ার আগে হয়ে যান সতর্ক

A video of New tricks to steal from bags with pens has gone viral: শীঘ্রই কোথাও ঘুরতে যাচ্ছেন নাকি? ঘুরতে যাবার আগে কিছু বিষয় আপনাদের অবশ্যই জেনে রাখতে হবে। সাধারণত কোথাও বেড়াতে গেলে মানুষের ব্যাগ কিংবা ট্রলি হওয়া স্বাভাবিক ঘটনা। কিন্তু এই ব্যাগ বা ট্রলি থেকে যখন জিনিস চুরি হয়ে যাবে তখন মাথায় হাত পড়বে সাধারণ মানুষের। তালা দিয়ে আর আটকানো যাবে না চোরকে (New Tricks to steal) কারণ নিমিষে পেন দিয়ে খুলে ফেলা যাবে লক করা ব্যাগ কিংবা ট্রলি। এমনই ঘটনা চমকে দিয়েছে আমজনতাকে। আজকের প্রতিবেদনে জানতে পারবেন এর বিস্তারিত খবর।

সম্প্রতি একটি রেডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে নিমেষের মধ্যে। ট্রেন যাত্রার সময় তালা ঝুলিয়ে ব্যাগ কিংবা ট্রলি আর রাখা যাবেনা। তালা না ভেঙে জিনিস চুরি যাবার ঘটনা অনেক শোনা গেছে, কিন্তু সেই পদ্ধতি (New Tricks to steal) অবলম্বন করে কিভাবে সহজে চুরি করা যায় তা এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে। শুধুমাত্র একটি পেনের সাহায্যে আপনার মূল্যবান জিনিস নিমেষে চলে যাবে অন্যের দখলে।

ভাইরাল হওয়া ভিডিও আপনাকেও অবাক করবে কিন্তু আসলে ব্যাপারটি কি? @rickyravindrarajawat হ্যান্ডেল থেকে এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ভিডিওতে ধরা পড়েছে যে একজন ব্যক্তি একটি কলমের সাহায্যে হ্যান্ডব্যাগের চেন খুলে ভেতর থেকে জিনিসপত্র বের করে নিচ্ছে। পরে আবার সেই ব্যক্তিটি আগের মতো ব্যাগের চেন বন্ধ করে দেয়। এই ধরনের চুরির পদ্ধতি (New Tricks to steal) যে কাউকে আশ্চর্য করে দেবে। ভাববেন ব্যাগ থেকে জিনিসপত্র ইতিমধ্যে চুরি হয়ে গিয়েছে।

আরও পড়ুন 👉 Colour Changing Car: গিরগিটিকেও হার মানাবে আম্বানির গাড়ি! তখনই সবুজ, তখনই বেগুনি! ভাইরাল হল ভিডিও

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে কমেন্টের ঝড় হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। একেক জন ব্যক্তি একেক রকম মন্তব্য করেছেন এই ভিডিওটি দেখে। কেউ বলেছে এভাবে চোরদের ইঙ্গিত দেওয়া হচ্ছে। আবার অন্যজন মন্তব্য করেছেন যে, যেসব চোর এই পদ্ধতি (New Tricks to steal) জানতো না তারাও আজ থেকে জেনে যাবে। ভাইরাল হওয়া ভিডিওর মাধ্যমে মানুষ সতর্ক কম হবে উপরন্তু চোরদের কাজকর্ম আরও বেশি বেড়ে যাবে।

মজাদার এই ভিডিওটি নয় লাখেরও বেশি লাইক পেয়েছে। এছাড়াও ভিউজ এর সংখ্যাও প্রচুর। এই পদ্ধতি যে সত্যি কাজ করে তাও অনেকে প্রমাণ করে দেখেছেন। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অনেকেই এই অদ্ভুত এবং মজাদার চুরি করার পদ্ধতির ভিডিওটি শেয়ার করেছেন। এই পোস্টটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে কয়েকদিন আগেই।