Viral Video: রাস্তায় বায়োডেটা হাতে নিয়ে দাঁড়িয়ে তরুণী, তাতে পাত্র চাই লিখে দিলেন জোড়া শর্ত

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Viral Video: আধুনিক যুগে সবকিছুই মানুষের হাতের মুঠোয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কি হচ্ছে তা নিমেষের মধ্যেই জানতে পারছে সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ার পাতায় বিভিন্ন ধরনের ঘটনা সামনে আসে যা সত্যি হাস্যকর হয় একেক সময়। কখনো বিভিন্ন ধরনের মানুষের অদ্ভুত আচরণ প্রকাশ্যে আসে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তেমনি একটি ঘটনা আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে।

Advertisements

প্ল্যাকার্ডে ‘বায়োডাটা’ লিখে রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন তরুণী। আসলে তিনি পাত্রের খোঁজ করছেন। কিন্তু তাকে যে পাত্র বিয়ে করবে তাকে কিছু শর্ত পালন করতে হবে। কি সেই শর্ত? যদি তার দাবি মেনে নেওয়া হয় তাহলেই তিনি বিয়ে করবেন। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের তাজ হোটেলের সামনে। এমন আচরণ করে তিনি চমকে দিয়েছেন সকলকে এবং তার পোস্ট করা ভিডিও ভাইরাল (Viral Video) হয়ে গেছে নিমেষের মধ্যে।

Advertisements

আরো পড়ুন: কোটি কোটি টাকা মাত্র ২০ বছর বয়সে, কে এই মডেল

তাজ হোটেল মুম্বাইয়ের অন্যতম একটি দর্শনীয় জায়গা, যেখানে প্রতিদিন বহু পর্যটকদের ভিড় থাকে। তার মধ্যে এই ঘটনাটি ঘটিয়েছেন এই তরুণী। পুরো ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তবে ভিডিওটি (Viral Video) আদৌ কতটা সত্য সেটা এখনো পর্যন্ত যাচাই করা হয়নি। তাজ হোটেলের সামনে তখন বহু মানুষের ভিড় এবং তার মাঝখানে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে রয়েছেন সেই তরুণী।

Advertisements

আরো পড়ুন: জানুন ই-টিকিট আর আই-টিকিটের পার্থক্য! টিকিট কাটার আগে হয়ে যান সতর্ক

প্ল্যাকার্ডের উপরে লেখা ‘লগ্নাছা বায়োডাটা (বিয়ের বায়োডাটা)’। সেই বায়োডাটাতে কি কি লেখা আছে আসুন জেনে নিই। বিয়ের জন্য তাঁর নাম, ধাম, শিক্ষাগত যোগ্যতার বিষয়েও লেখা রয়েছে সেই প্ল্যাকার্ডে। এছাড়াও বিশেষভাবে উল্লেখ করা রয়েছে দুটি শর্তের কথা। এই শর্ত যদি কেউ মানতে পারে তাহলেই তাকে বিয়ে করবেন এই তরুণী। ‘বায়োডাটা’য় তরুণী লিখেছেন, তাঁকে যে বিয়ে করবেন, তাঁকে অবশ্যই তাঁর থেকে লম্বা হতে হবে এবং মুম্বইনিবাসী হতে হবে। তরুণীকে ওইভাবে বায়োডাটার প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়ে থাকতে কৌতূহল প্রকাশ করেছে বহু মানুষ। এমন মানুষ আছেন যারা মেয়েটির সঙ্গে ছবি তোলার জন্য উদগ্রীব ছিলেন। ভাইরাল ভিডিওতে সমস্ত কিছুই প্রকাশ্যে এসেছে।

তবে সংবাদমাধ্যমের প্রতিবেদনে এইটুকু জানা গেছে যে, ভিডিয়োয় (Viral Video) যে তরুণীকে দেখা যাচ্ছে তাঁর নাম সায়ালি সবন্ত। সায়ালি সবন্ত আসলে মুম্বাইয়ের বাসিন্দা এবং তিনি একজন নেটপ্রভাবী। তার ইনস্টাগ্রামে পোস্ট করা এই ভিডিও ইতিমধ্যেই সাত লক্ষ ভিউজ ছাড়িয়েছে। এই ভিডিওতে লাইকও করেছেন বহু মানুষ। নেটিজেনদের অধিকাংশ আবার বলেছেন এটি নিছকই একটি মজার ভিডিও।

Advertisements