Viral Video: বরকেও ছাড়বে না, প্রেমিককেও লাগবে! দুজনকে নিয়ে একঘরে থাকার দাবিতে ইলেকট্রিক পোলে উঠলেন গৃহবধূ

The video is viral, of a housewife on the head of an electric pole demanding that the groom and her lover be kept in the same room: প্রেমিকাকে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে এক যুবককে ধরনা দিতে দেখেছিল রাজ্যবাসী। এছাড়াও প্রেমিকাকে পাবার জন্য নানা রকমের দাবি দাওয়া প্রকাশ করতে দেখা গেছে একাধিক প্রেমিককে। সোশ্যাল মিডিয়ার যুগে এর মধ্যে অনেক ঘটনাই ভাইরাল (Viral Video) হয়ে সকলের সামনে চলে আসে। কেউ কেউ সেগুলো নিয়ে মজা নেন, আবার কেউ কেউ সেগুলো কে অনুকরণযোগ্য মনে করে আরও উদ্ভট কিছু করে বসেন। এমনই এক অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী থাকলো উত্তর প্রদেশ। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে একটি মজাদার ভিডিও।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুব হাস্যকর একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা ইলেকট্রিক পোলের মাথায় উঠে বসে রয়েছেন। তার দাবি তার স্বামী ও প্রেমিকের সাথে একসাথে একই বাড়িতে থাকবেন তিনি। স্বামীকে ছেড়ে চলে যেতে পারবেন না। আবার প্রেমিককে ছাড়া থাকতেও পারবেননা। এই সমস্যা সমাধানের জন্য দুজনকে একই বাড়িতে থাকার প্রস্তাব দেয় এক গৃহবধূ। খুব স্বাভাবিকভাবেই এই প্রস্তাব মানতে নারাজ তার স্বামী। রাগে, দুঃখে, লজ্জায় বাড়ি ছেড়ে চলে যান। মূলত স্বামীকে তার প্রস্তাবে রাজি করানোর উদ্দেশ্যেই ইলেকট্রিক পোলের মাথায় উঠে বসেন ওই মহিলা।

উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ঘটেছে এমনই এক মজাদার ঘটনা। জানা গেছে, মহিলাটির বয়স ৩৯ বছর তিনি তিন সন্তানের জননী। স্বামী সন্তান থাকা সত্ত্বেও পাশের গ্রামের অন্য একটি পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মহিলাটি তাও আবার একদিন দুদিনের ব্যাপার নয়, দীর্ঘ সাত বছর তিনি এই সম্পর্কে রয়েছেন।

আরও পড়ুন 👉 Kalyan Banerjee’s Viral Video: ‘আমাকে কী ভাবেন!’ আঙুল উঁচিয়ে মহিলা সাংবাদিককে ধমক, ভাইরাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কীর্তি

কিন্তু হঠাৎই একদিন তার স্বামী তার প্রেমিক ও তাকে হাতেনাতে ধরে ফেলেন। স্বামীর সামনে পুরো ঘটনাটি খোলসা হয়ে যাওয়ার পর প্রেমিককে নিজের বাড়িতে রাখার দাবি করেন ওই মহিলা। খুব স্বাভাবিক নিয়মে এই দাবি মানতে নারাজ তার স্বামী। রাগ করে তিনি বাড়ি ছেড়ে চলে যান।

স্বামীকে রাজি করানোর জন্যই ইলেকট্রিক পোলের মাথায় উঠে বসেন ওই মহিলা। তাকে দেখতে আশেপাশের লোকেরা ভিড় জমাতে শুরু করে। অনেকক্ষণ ধরে তাকে বোঝানোর চেষ্টাও চলে কিন্তু কোন কিছুতেই তিনি মানতে নারাজ। শেষ পর্যন্ত পুলিশের সহায়তা নিয়ে অনেক বোঝানোর পর তাকে ইলেকট্রিক পোল থেকে মাটিতে নামানো সম্ভব হয়। হাইটেনশন এর তার ছুঁয়ে যাতে তার মৃত্যু না হয় তার জন্য এলাকার ইলেকট্রিক পরিষেবা বন্ধ করাতেও সাহায্য করে পুলিশ প্রশাসন।