Viral News: রাজমিস্ত্রির প্রেমে কুপকাত! ঘর ছাড়লেন ৩ ছাত্রী

Prosun Kanti Das

Published on:

Advertisements

Viral News Three students left the house because of love, police are quick to bring them back: সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা নিমেষের মধ্যে ভাইরাল (Viral News) হয়ে গেছে গোটা সোশ্যাল মিডিয়াতে। দশম শ্রেণীর তিনজন ছাত্রী প্রেমের টানে ঘর ছাড়লেন রাজমিস্ত্রির হাত ধরে। অবশ্য ১২ ঘণ্টার মধ্যে পুলিশের তৎপরতার কারণে উদ্ধার করা হয়েছে তাদের। তিনজন নাবালিকা ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রেপ্তার করা হয়েছে দুইজন রাজমিস্ত্রিকে। এক জন পলাতক। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, তিনজন নাবালিকাকে নিয়ে তারা হাওড়া থেকে মুম্বাইয়ের দিকে পালানোর চেষ্টা করছিল।

Advertisements

ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর গ্রামে। বৃহস্পতিবার বিকেলে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বাজার থেকে তিন বান্ধবীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রওনা দেয় তিন যুবক। সন্ধ্যে হয়ে যাওয়ার পরও তিন কন্যা বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করে। এই তিনজন নাবালিকার নিখোঁজ হওয়ার ঘটনা নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে সব জায়গায় (Viral News)। গ্রামে পাকা বাড়ি তৈরি করতে আসা রাজমিস্ত্রিদের খোঁজ করে পুলিশ।

Advertisements

পুলিশ খোঁজ করার পর জানতে পারে যে কাজ করতে আসা ১১ জন রাজমিস্ত্রির মধ্যে তিনজন উধাও। বাকিরা কোথায় তার কোনো সদুত্তর না মিললে আটজনকে স্থানীয় ক্লাবঘরে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। গোপীবল্লভপুর থানার পুলিশ অপহরণের মামলা রুজু করে তদন্তে নামে। তিনজন রাজমিস্ত্রির ফোন বন্ধ থাকার কারণে তাদের লোকেশন জানতে অসুবিধা হয় পুলিশের। এই খবর যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকাতে (Viral News)। তিনজন রাজমিস্ত্রির মধ্যে যখনই একজন ফোন চালু করে পুলিশ টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাঁদের গতিবিধি জানতে পারে। পুলিশ লোকেশন ট্র্যাক করে ভোররাতে তিনকন্যাকে উদ্ধারের পাশাপাশি দু’জন রাজমিস্ত্রিকে গ্রেফতার করে পুলিশ।

Advertisements

সূত্রের মাধ্যমে জানা যায় যে, ধৃত শেখ নাজিমুদ্দিন ও শেখ শরিফুল বিবাহিত। পলাতক শেখ আরিফুল অবিবাহিত। পলাতক তিনজন রাজমিস্ত্রির বয়স ২৩ থেকে ২৫ এর মধ্যে। বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পরই তিনজন বান্ধবী ছক করে বাড়ি থেকে পালানোর। বাড়ি ফিরে তিন বান্ধবীর বিকেলবেলা গোপীবল্লভপুর বাজার থেকে পালিয়ে যায় তিন রাজমিস্ত্রির হাত ধরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন বান্ধবীর বাড়ি গোপীবল্লভপুর থানা এলাকায়। তিন কন্যায় দশম শ্রেণিতে পড়ে। তিনজনের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব।

এই তিন বান্ধবীর কোথায় পরিচয় হলো তিনজন রাজমিস্ত্রির সঙ্গে? জানা যায়, বাড়ি থেকে বেরিয়ে তিন বান্ধবী এক সঙ্গে পায়ে হেঁটে স্কুলে যেত। হাওড়া ও আশপাশ থেকে ১১ জন রাজমিস্ত্রি পাকা বাড়ি তৈরি জন্য সেখানে আসে এবং একটি ঘর ভাড়া নিয়ে থাকছিলেন। তিন বান্ধবী যখন স্কুল থেকে বাড়ি যাওয়া-আসা করত পথে তিন যুবকের সঙ্গে পরিচয় হয়। সোশ্যাল মিডিয়াতে নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে (Viral News) তিনজন নাবালিকার পালিয়ে যাবার খবর।

Advertisements