নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে মানুষের হাতে হাতে স্মার্টফোন, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া পৌঁছে যাওয়ার কারণে বহু কিছু ভাইরাল হয়ে থাকে। তবে এই সকল বিষয়বস্তু এমনি এমনি ভাইরাল হয় এমনটা নয়। এই সকল বিষয়বস্তু ভাইরাল হওয়ার পিছনে থাকে এর গুরুত্ব এবং তাৎপর্য।
কারণ দেখা যায় যে সকল ভিডিও অথবা ছবি সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ভাইরাল হয়ে থাকে সেগুলি কারোর প্রতিভার অথবা কারোর খুনসুটির ছবি ভিডিও। এছাড়াও এসবের বাইরেও এমন কিছু জিনিস ভাইরাল হয়ে থাকে যেগুলি সোশ্যাল মিডিয়ার দর্শকদের কাছে হাসির রসদ হয়ে রয়েছে। ঠিক সেই রকমই এবার একটি পোস্টার ভাইরাল হয়েছে, যার রীতিমতো সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ার কারণেই ভাইরাল।
আসলে এই পোস্টটার সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে একটু আলাদাভাবেই। আমাদের অনেকের মধ্যেই শখ রয়েছে বাড়িতে বিভিন্ন ধরনের গাছ লাগানোর। এই সকল গাছের মধ্যে ফুল, ফল ইত্যাদি রয়েছে। একদিকে যেমন গাছ লাগানোর শখ দেখা যায়, ঠিক সেই রকমই আবার অনেকের মধ্যে গাছের পাতা, ফুল ইত্যাদি ছিঁড়ে ফেলার শখও দেখা যায়। এই যাদের পাতা, ফুল ছিঁড়ে ফেলার শখ রয়েছে, তাদের উদ্দেশ্য করেই এক বাড়ির মালিক বিরাট করে এই পোস্টার টাঙিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই পোস্টারটি একটি ফেসবুক পেজ থেকে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বাড়ির বাইরে গেটের কাছেই লাগানো রয়েছে সেই পোস্টটার এবং সেই পোস্টারের উপরে রয়েছে সিসিটিভি ক্যামেরা। আর সেই পোস্টারে সাদা কাগজের উপর কালো কালিতে লেখা রয়েছে, ‘সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এরপর গাছের ফুল ছিঁড়লে মাথার চুল ছিঁড়ে গাছে লাগিয়ে দেব।’
এইরকম পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তা নিয়ে চরম আলোচনা শুরু হয়েছে। এই ধরনের পোস্টার দেখে সোশ্যাল মিডিয়ার দর্শকরা যেমন বিষয়টি নিয়ে চমকে গিয়েছেন ঠিক সেই রকমই তাদের হাসি থামছে না। পাশাপাশি অনেকেই দাবি করেছেন, গাছের পাতা এবং ফুল ছেঁড়ার বিরুদ্ধে এ হলো মোক্ষম দাওয়াই।