Viral Video of Anaconda: সিনেমার অ্যানাকন্ডা এবার বাস্তবে! ভিডিও দেখলে ঘুম উড়ে যাবে

Prosun Kanti Das

Published on:

Advertisements

সাপ দেখে ভয় পায় না এমন মানুষ নেই। হঠাৎ করে দেখলে সবাই আঁতকে ওঠে, তা সে যে ধরনের সাপই হোক আর যেমন প্রজাতিরই হোক, এদের বিষ থাকুক আর না থাকুক। ‘অ্যানাকোন্ডা’ সিনেমাটা অবশ্যই সবাই দেখেছে। ঘুমের ঘোরেও সেই সাপ যেন তাড়িয়ে নিয়ে বেড়ায়। তবে এবার সেরকমই একটা সাপের সন্ধান মিলল নেট দুনিয়াতে। সেই সাপটিও আসলে একটি অ্যানাকোন্ডা। সাপটিকে দেখা যাচ্ছে ফাঁকা জমিতে, বিশালাকার সেই সাপটি হেঁটে-চলে বেড়াচ্ছে। ওই অ্যানাকোন্ডার (Viral Video of Anaconda) ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে।

Advertisements

ভিডিয়োটি শেয়ার করা হয়েছে Wildlife Photography নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে। ভিডিয়োতে দেখা গেল, বিশাল সাপটির চেহারা এতবড় যে তা নিয়ে সে চলাফেরা করতে পারছে না। ভিডিয়োর কমেন্ট সেকশনে উল্লেখ করা হয়েছে, বিশালাকার এই অ্যানাকোন্ডা সাপটি (Viral Video of Anaconda) দেখা গিয়েছিল ব্রাজ়িলে। অনেকেই জানেন যে, অ্যানাকোন্ডা থাকে আমাজনের জঙ্গলে। সাপটিকে দেখামাত্র সাড়া পরে গেছে গোটা নেট দুনিয়াতে।

Advertisements

এই বড় সাপটি দেখলে আপনার সেই অ্যানাকোন্ডা সিনেমার কথাটা মনে পড়ে যাবে। তার সারা গায়ে ছিল ডোরাকাটা দাগ, সাধারণত পাইথন যেমন দেখতে হয়। আকার এবং আয়তনের জন্য সাপটিকে ঘাসের জমিতে চলাফেরা করতে গিয়ে তাকে রীতিমতো বেগ পেতে হচ্ছে। তার গতি আসলে অত্যন্ত ধীর। বড় সাপটিকে দেখলে ভয় তো হয়, এমনকি রাতের ঘুম উড়ে যায় পর্যন্ত।

Advertisements

এই ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে, বিশালাকার অ্যানাকোন্ডা (Viral Video of Anaconda) দেখা গেল ব্রাজিলে। এই ভিডিওটি ১৮ ই এপ্রিল শেয়ার করা হয়েছিল। ভিডিওটির ভিউ হয়েছিল ৭০০০০ হাজারের বেশি। বহু মানুষ সাপটিকে দেখার পর ব্রাজিলে ঘোরার প্রস্তাব দিয়েছে। এই ভিডিও অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আলোড়ন ফেলে দিয়েছে।

আবার একজন লিখছেন যে, ব্রাজিল এমন একটা দেশ যেখানে অ্যানাকোন্ডার (Viral Video of Anaconda) মত সাপগুলি প্রাকৃতিক উপায়ে বেঁচে থাকতে পারে। তবে সাপটির বয়স হয়েছে ভালই তাই বেশিদিন সে বাঁচবেনা। সাপটির আকার এবং আয়তনও বিশাল। তাই চলাফেরা করতেও খুব সমস্যা হয়। অনেকেই বলেছেন এটি একটি ফেক ভিডিও। এডিটের মাধ্যমে এটি করা হয়েছে।

Advertisements