নিজস্ব প্রতিবেদন : দিন দিন বাড়ছে ভারতীয় রেলের (Indian Railways) চাহিদা। এখন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার ক্ষেত্রে রেল পরিষেবার বিকল্প অন্য কিছু ভাবতে পারেন না। শুধু যাতায়াত নয়, পাশাপাশি এখন রেলের তরফ থেকে বিয়ে বাড়ির জন্য অথবা অন্য কোন অনুষ্ঠানের জন্য পুরো রেল ভাড়া দেওয়ার জন্য দরজা খুলে দিয়েছে।
রেলের তরফ থেকে এই সকল বিভিন্ন পরিবর্তন আনার পাশাপাশি এবার প্রিমিয়াম ট্রেনের (Indian Railways New Premium Coach) ক্ষেত্রেও যে বদল আনা হচ্ছে তার প্লেনের বিজনেস ক্লাসকেও হার মানাবে। শুধু হার মানাবে নয়, নতুন যে সকল প্রিমিয়াম ট্রেনের কোচ তৈরি হচ্ছে তার মধ্যে বেশ কিছু কোচ দেখলে রীতিমত লজ্জা পাবে প্লেনের বিজনেস ক্লাস। সম্প্রতি এইরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আগামী দিনে ভারতীয় রেলে প্রিমিয়াম ট্রেনের কোচ কেমন হতে চলেছে সেই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। যে ভিডিওতে দাবি করা হচ্ছে, অত্যাধুনিক এই সকল প্রিমিয়াম ট্রেনের কোচ তৈরি করা হচ্ছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অর্থাৎ ICF এ। ওই ভিডিওতে দাবি করা হচ্ছে, আগামী দিনে ভারতবাসীরা যে ধরনের প্রিমিয়াম ট্রেনের এসি কোচ পাবেন তা একপ্রকার অকল্পনীয়।
আরও পড়ুন ? Extra Train for Holi: আরও সহজ হবে যাতায়াত! হোলিতে এই ৬ রুটে বাড়তি ট্রেন দিল পূর্ব রেল
সত্যিই ভিডিওতে যা দেখতে পাওয়া যাচ্ছে তা যদি অদূর ভবিষ্যতে ভারতীয়রা পান তাহলে তা অকল্পনীয়ই হয়ে দাঁড়াবে। কেননা ভিডিওতে ওই যে কোচ দেখা যাচ্ছে, সেগুলি ট্রেনের কোচ নাকি কোন ফাইভ স্টার হোটেলের রুম বোঝা মুশকিল। ভিডিওতে দেখা যাচ্ছে, হোটেলের কনফারেন্স হলের মত চেয়ার টেবিল টিভি ইত্যাদি সাজানো রয়েছে। একটি কোচ রয়েছে যাতে দেখা যাচ্ছে ডবল বেডের রুম রয়েছে। আর ওই রুমের সঙ্গেই রয়েছে অ্যাটাচড বাথরুম। আবার সেই বাথরুমও ফাইভ স্টার হোটেলের মতো হাইফাই। কমোড থেকে শুরু করে স্নানের জন্য ট্যাব কি-না নেই।
NEW PREMIUM RAIL COACH, MADE AT CHENNAI RAILWAY FACTORY- WITH ATTACHED BATHROOMS, CONFERENCE ROOMS , ALL LUXURIOUS FACILITIES. pic.twitter.com/413jzxUA4L
— Aviator Anil Chopra (@Chopsyturvey) March 7, 2024
আবার অন্য একটি রুমের ভিতর দেখা যাচ্ছে, ফ্রিজ, কিচেন সহ সমস্ত সরঞ্জাম রয়েছে। এছাড়াও গোল টেবিল বৈঠকের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। রয়েছে বড় বড় স্ক্রিনের টিভি। মোটের উপর এই যে ট্রেনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে তাতে এমন কোন লাক্সারি সুবিধা নেই যা থেকে বঞ্চিত হবেন যাত্রীরা। এমনকি এই ধরনের ট্রেনে সফর করার সময় যাত্রীরা টেরও পাবেন না তিনি ট্রেনে যাচ্ছেন নাকি কোন ফাইভ স্টার হোটেলের লাক্সারি রুমে বসে রয়েছেন।