Extra Train for Holi: আরও সহজ হবে যাতায়াত! হোলিতে এই ৬ রুটে বাড়তি ট্রেন দিল পূর্ব রেল

নিজস্ব প্রতিবেদন : কাজের জায়গা থেকে বাড়ি ফেরা হোক অথবা টানা ছুটি পেয়ে ঘুরতে যাওয়া, সব ক্ষেত্রেই অধিকাংশ যাত্রীদের যার উপর নির্ভর হতে দেখা যায় তা হল ভারতীয় রেল (Indian Railways)। যে কারণে ভারতীয় রেলের উপরও প্রতিনিয়ত চাপ বৃদ্ধি পাচ্ছে। আর এই সকল চাপের কথা মাথায় রেখে যাত্রীদের যাতে অসুবিধায় পড়তে না হয় তার জন্য রেলের তরফ থেকে বিভিন্ন সময় স্পেশাল ট্রেন বা বাড়তি ট্রেন ঘোষণা করা হয়ে থাকে।

ভারতীয় রেলের উপর ভর করে প্রতিদিন প্রায় দু কোটি মানুষ যাতায়াত করে থাকেন, বছরে এই সংখ্যাটা প্রায় ৭০০ কোটি। যে কারণে টিকিট নিয়েও বিভিন্ন সময় যাত্রীদের নানান সমস্যায় পড়তে হয়। চলতি বছর হোলি এবং দোলযাত্রা পড়েছে ২৫ মার্চ। ঐ দিনটি যেহেতু সোমবার তাই তার আগে শনিবার ও রবিবার ছুটি রয়েছে। এক্ষেত্রে সরকারি কর্মচারীরা টানা তিন দিন ছুটি পাচ্ছেন।

টানা তিন দিনের ছুটিকে কাজে লাগিয়ে বহু মানুষ নিজেদের কর্মস্থল থেকে বাড়ি অথবা অনেকেই রয়েছেন যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। যে কারণে ট্রেনের টিকিটের চাহিদা রয়েছে চরম পর্যায়ে। এমন পরিস্থিতির কথা মাথায় রেখে এবার পূর্ব রেলের (Eastern Railway) তরফ থেকে বাড়তি ট্রেন চালানোর (Extra Train for Holi) ঘোষণা করা হলো। পূর্ব রেলের তরফ থেকে মোট ৬টি বাড়তি ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে।

১) শিয়ালদা থেকে গোরক্ষপুর একটি বাড়তি ট্রেন ছাড়বে ২২ মার্চ। এই ট্রেনটি বিকাল ৫ঃ৪৫ মিনিটে শিয়ালদা থেকে গোরক্ষপুরের উদ্দেশ্যে রওনা দেবে।

২) শিয়ালদা থেকে গয়ার উদ্দেশ্যে একটি বাড়তি ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে ২৪ মার্চ রাত ৮:৪৫ মিনিটে।

৩) ২৮ মার্চ শিয়ালদা থেকে পুরীর উদ্দেশ্যে একটি ট্রেন ছাড়বে। ট্রেনটি রওনা হওয়ার সময় রাত ১১:৫০ মিনিটে।

৪) ২২ মার্চ কলকাতা থেকে জয়নগরের উদ্দেশ্যে রাত ১১ঃ৫৫ মিনিটে একটি ট্রেন ছাড়বে।

আরও পড়ুন 👉 New Vistadome Coach Train for WB: বাংলার জন্য বড় সুখবর, চালু হল নতুন ভিস্তাডোম কোচের ট্রেন, চলবে এই রুটে

৫) মালদা থেকে আনন্দ বিহারের উদ্দেশ্যে ২৫ মার্চ সকাল ৯:৩০ টায় একটি স্পেশাল ট্রেন রওনা দেবে।

৬) ২৪ এবং ৩১ মার্চ মালদা থেকে বালসাদের উদ্দেশ্যে ট্রেন ছাড়বে সকাল ৯ঃ৩০ মিনিটে।

পূর্ব রেলের তরফ থেকে শিয়ালদা, মালদা, কলকাতা থেকে এই সকল বাড়তি ট্রেন চালানোর ফলে হোলির সময় ট্রেনের টিকিট নিয়ে যে খরা তৈরি হয়েছে তা অনেকটাই মিটে যাবে বলে আশা করা হচ্ছে এবং এর ফলে যাত্রীরা অনেক উপকৃত হবেন।