এবার চাঁদের গায়ে চুমু খাবে চন্দ্রযান-৩, সামনে এলো অদেখা ভিডিও

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত জুলাই মাসের ১৪ তারিখ ভারতীয় মহাকাশ গবেষণাগার ইসরো (ISRO) চন্দ্রযান-৩ (Chandrayaan 3) সফলভাবে উৎক্ষেপণ করেছিল অন্ধ্রপ্রদেশের শ্রী হরি কোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। উৎক্ষেপণের পর দেখতে দেখতে পার হয়ে গিয়েছে ৩৫ দিন। এখন শুধু চাঁদের মাটিতে অবতরণের অপেক্ষায় চন্দ্রযান-৩। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ আগস্ট সফলভাবে অবতরণ করবে ভারতের তৃতীয় চন্দ্রযান।

Advertisements

ইতিমধ্যেই ভারতীয় মহাকাশ গবেষণাগারের চন্দ্রযান-৩ চাঁদের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছে। গত ১৮ আগস্ট অর্থাৎ শুক্রবার চাঁদে অবতরণের জন্য আরও একধাপ এগিয়ে গিয়েছে চন্দ্রযান-৩। ইতিমধ্যেই এই অভিযানে শুরু হয়ে গিয়েছে ডিবুস্টিং প্রক্রিয়া। মূলত প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এই প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই ডিবুস্টিং প্রক্রিয়া শুরু হওয়ার আগে এবং পরে চন্দ্রযানের ক্যামেরায় যে সকল ছবি ও ভিডিও ধরা পড়েছে সেগুলি প্রকাশ করেছে ইসরো।

Advertisements

ইসরোর তরফ থেকে সম্প্রতি যে সকল ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়েছে তার মধ্যে ১৫ আগস্ট যেগুলি তোলা হয়েছিল তা থেকে দেখা যাচ্ছে, অনেকটাই স্পষ্ট চন্দ্রপৃষ্ঠের ছবি। চন্দ্রপৃষ্ঠের সেই ছবি এবং ভিডিওতে ধরা পড়েছে চাঁদের গায়ের এবড়ো খেবড়ো দৃশ্য এবং একের পর এক গভীর গভীর গর্ত। এই সকল ছবি এবং ভিডিও বিশ্ববাসীর কাছে একেবারেই অদেখা।

Advertisements

আবার প্রপালসন মডিউল থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ল্যান্ডারের ক্যামেরায় ধরা পড়েছে আরও নতুন নতুন ছবি এবং ভিডিও। সেই সকল ছবি এবং ভিডিও আগের তুলনায় আরও স্পষ্ট। আবার সেই ভিডিওতে চন্দ্রপৃষ্ঠের বিভিন্ন ধরনের মুহূর্ত ধরা পড়ার পাশাপাশি ধরা পড়েছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রপালশন মডিউলের ভিডিও-ও। এক কথায় একেবারেই অন্যরকম সব মুহূর্ত দেখার সুযোগ করে দিচ্ছে চন্দ্রযান-৩।

ইসরো সূত্রে জানা যাচ্ছে, প্রথম ডিবুস্টিং প্রক্রিয়া শুরু হওয়ার পর দ্বিতীয় ডিবুস্টিং প্রক্রিয়া শুরু হবে আগামী ২০ আগস্ট অর্থাৎ রবিবার। চন্দ্রযান-৩ উৎক্ষেপণের পর গত ৫ আগস্ট চন্দ্রকক্ষে প্রবেশ করে সফলভাবে। এখনো পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক থাকার ফলে আশা করা হচ্ছে ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ অবতরণ করতে সক্ষম হবে। চন্দ্রযান-৩ এই কারণেই আলাদা বৈশিষ্ট্য বহন করছে, কারণ এর আগে ভারতের কোন চন্দ্রযান চাঁদের মাটিতে অবতরণ করেনি, আবার কোন দেশের চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেনি।

Advertisements