Train Viral Video: ট্রেনে আসন না পেয়ে যুবকের ঘুমানোর আজব কৌশল, দেখে হেসে গড়াগড়ি নেটিজেনদের

Prosun Kanti Das

Published on:

Advertisements

A great trick to sleep comfortably even on a crowded train: আমাদের দেশে ট্রেনের সাধারণ শ্রেণীর কামরা গুলিতে এমন ভিড় হয় যে তিল ধারণের জায়গা পর্যন্ত থাকেনা। অথচ দেশের অধিকাংশ দুর পাল্লার ট্রেন গুলিই রাতে সফর করে। অথচ আপনি ঘুমাতে ভালোবাসেন অথবা গন্তব্য স্থলে গিয়ে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যার জন্য রাতে ভাল ঘুম হওয়াটা বেশ জরুরি। কিন্তু এমন একটি ভীড় ট্রেনে আপনাকে উঠতে হলো যেখানে শান্তিতে ঘুমিয়ে নেওয়া তো দূরের কথা, তিল ধারণের  অবধি জায়গা নেই। তাহলে আপনি কি করবেন? ঘুমাবেন না? নিজের ইচ্ছেকে দমিয়ে রাখবেন? কখনোই না। জানতে চাইছেন তো কিভাবে ভীড় ট্রেনে আপনি শান্তিতে ঘুমাতে পারেন (Train Viral Video)? এই প্রতিবেদনে দেখানো হল সেই রকমই এক কৌশল।

Advertisements

ইচ্ছে আর বুদ্ধি থাকলেই যে এই অসাধ্য সাধন করা সম্ভব সম্প্রতি তা দেখিয়ে দিয়েছেন দূরপাল্লার ট্রেনের একজন যুবক যাত্রী। দূরপাল্লার ট্রেন গুলির সাধারণ কামরার ভিড়ের প্রাবল্য যে কতটা তা তো আমাদের অজানা নয়। সাধারণ কামরা গুলিতে অনেক সময় অতিরিক্ত লোক উঠে পড়ায় তিল ধারণের জায়গা থাকে না। সেখানে ঘুমিয়ে নেওয়া? সে তো দিবাস্বপ্নের সমান।

Advertisements

কিন্তু সম্প্রতি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক দুটি আপার বার্থকে কাজে লাগিয়ে তৈরি করে ফেলেছেন তার শান্তির বিছানা। একটি বিছানার চাদরের চারটি কোন শক্ত করে বেঁধে নিয়েছেন আপার বার্থ গুলির সঙ্গে। আর সেই ঝুলন্ত বিছানায় চোখের উপর রুমাল চাপা দিয়ে নিশ্চিন্তে ঘুমের (Train Viral Video) দেশে পাড়ি দিয়েছেন তিনি।

Advertisements

ভিডিওটিতে আরো দেখা যায় প্রতিটি ভীড় ট্রেনের সাধারণ কামরার মতো এই কামরাতেও অনেক মানুষ কষ্ট করে ট্রেনের মেঝেতে শুয়ে ঘুমাচ্ছেন (Train Viral Video) সেখানে যুবকের এই বুদ্ধি অনেক নেট নাগরিকের প্রশংসা কুড়িয়েছে। আবার অনেকেই এটি নিয়ে হাস্যকৌতুকে মেতেছেন। যদিও অনেকের দাবি যুবকের এই বিপদজনক বুদ্ধিতে বিছানার চাদর ছিঁড়ে গেলে যুবক নিজে এবং নিচে শুয়ে থাকা মানুষরাও আহত হবেন।

যদিও এই ভিডিও নেট দুনিয়ায় যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। আজ অর্থাৎ ২৬শে আগস্ট সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রামে পোস্ট করা এই ভিডিওটির দর্শক সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ লক্ষেরও বেশি।

Advertisements