নিজস্ব প্রতিবেদন : বিশ্বে যে সকল মহাজাগতিক ঘটনার ঘটে থাকে সেই সকল মহাজাগতিক ঘটনার মধ্যে অন্যতম হল সূর্যগ্রহণ (Solar Eclipse)। সূর্যগ্রহণ বিভিন্ন সময় হয়ে থাকে। সময়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের মানুষ সূর্যগ্রহণের সাক্ষী হন। তবে এবার এমন একটি দৃশ্যের ভিডিও সামনে এসেছে যে দৃশ্য গ্যারান্টি আগে অধিকাংশ মানুষই দেখেননি।
২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ হয় গত ৮ এপ্রিল সোমবার। যদিও এই সূর্য গ্রহণ ভারতের মাটি থেকে দেখা যায়নি। কেননা এই সূর্য গ্রহণ শুরু হয়েছিল রাত ৯টা ১২ মিনিটে। যে কারণে এই সূর্য গ্রহণ আমেরিকা সহ অন্যান্য বেশ কিছু দেশের মানুষেরা দেখতে পান। আর এই সূর্য গ্রহণেরই একটি বিরল দৃশ্য এবার সামনে এসেছে। যে বিরল দৃশ্য এর আগে কেউ দেখেছেন কিনা সন্দেহ আছে।
আসলে আমরা পৃথিবীর বাসিন্দারা এই ধরনের মহাজাগতিক ঘটনা সব সময় দেখে থাকি ভূপৃষ্ঠ থেকে। কিন্তু এবার এই মহাজাগতিক ঘটনা পৃথিবীর কক্ষপথ থেকে দেখানো হয়েছে। সূর্য গ্রহণের সময় কিভাবে পৃথিবীর বুকে দিনের বেলায় অন্ধকার নেমে আসে সেই বিষয়টি পৃথিবীর কক্ষপথ থেকে স্যাটেলাইটের মাধ্যমে ক্যামেরাবন্দি করা হয়েছে। স্বাভাবিকভাবেই এমন দৃশ্য যে কোন মানুষের কাছেই অভাবনীয়।
আরও পড়ুন ? Mannat: ২০০ কোটি টাকার মন্নত কিনতে কত টাকা খসিয়েছিলেন শাহরুখ!
স্যাটেলাইট থেকে ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণের দৃশ্য ক্যামেরাবন্দি করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন ধনকুবের এলন মাস্ক, নাসা প্রত্যেকেই। এলন মাস্ক যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন সেই ভিডিও তোলা হয়েছে তারই সংস্থা স্টারলিঙ্কের স্যাটেলাইট থেকে। পৃথিবীর কক্ষপথ থেকে এই ভিডিও তোলা হয়েছে বলেই দাবি করেছেন এলন মাস্ক।
Ever seen a total solar #eclipse from space?
Here is our astronauts' view from the @Space_Station pic.twitter.com/2VrZ3Y1Fqz
— NASA (@NASA) April 8, 2024
View of the eclipse from orbit
pic.twitter.com/2jQGNhPf2v— Elon Musk (@elonmusk) April 9, 2024
এলন মাস্ক এবং নাসার তরফ থেকে পৃথিবীর কক্ষপথ থেকে তোলা সূর্যগ্রহণের যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে তাতে দেখা যাচ্ছে কিভাবে ধীরে ধীরে চাঁদের ছায়া পৃথিবীতে অন্ধকার নামিয়ে আনছে। ওই ভিডিওতে স্পষ্ট, পৃথিবীর কোন কোন জায়গায় দিনের বেলাতেই চাঁদের ছায়ায় অন্ধকার নেমে এসেছে, যাকে আমরা বলে থাকি সূর্য গ্রহণ। পৃথিবীর কক্ষপথ থেকে ক্যামেরাবন্দী করা এই সকল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে সময় নেয়নি, কেননা সাধারণ মানুষেরা সূর্যগ্রহণের সাক্ষী থাকলেও পৃথিবীর কক্ষপথ থেকে সূর্যগ্রহণের সাক্ষী থাকার মত সৌভাগ্য সাধারণ মানুষদের কখনো হয় না।