১৩৩ রান করলেই কোহলি ছুঁয়ে ফেলবে শচীনের ODI ক্রিকেটের ১২০০০-এর রেকর্ড

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের একদিনের ক্রিকেটের (ODI) ১২০০০ রানের রেকর্ড ছুঁতে চলেছেন বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর এই রেকর্ড ছোঁয়ার জন্য বিরাট কোহলির প্রয়োজন মাত্র ১৩৩ রান। যে কারনে ক্রিকেটপ্রেমীরা সকলেই তাকিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের দিকে। যদিও সেই ম্যাচ বৃষ্টির কারণে ধর্মশালায় বাতিল হয়। আর এইবার তারা আবার তাকিয়ে দ্বিতীয় ম্যাচের দিকে।

ক্রিকেটপ্রেমীদের বেশিরভাগ মানুষের আশা দক্ষিণ আফ্রিকার সাথে তিন ম্যাচের যে ODI সিরিজ শুরু হয়েছে, সেই সিরিজেই হয়তো ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলি তার লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে। বিরাট কোহলি এযাবৎ ২৪৮ টি ODI আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছে। আর এই ২৪৮ টি ODI আন্তর্জাতিক ম্যাচে এখনো পর্যন্ত ২৩৯ টি ইনিংস খেলে বিরাট কোহলির সংগ্রহ ১১৮৬৭ রান। রয়েছে ৫৯.৩৪ এভারেজ ও ৯৩.২৫ স্ট্রাইক রেট। বিরাট কোহলির এযাবৎ সবথেকে বেশি রান রয়েছে ১৮৩। তিনি মোট ৩৯ টি ম্যাচে নট আউট থেকেছেন। ODI কেরিয়ারে এখনো পর্যন্ত তাঁর সংগ্রহে রয়েছে ৪৩ টি সেঞ্চুরি ও ৫৮ টি অর্ধশত রান। মোট ১১১৬ টি বাউন্ডারি ও ১২২ ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন সম্পূর্ণ ক্যারিয়ারে।

শচীন টেন্ডুলকরকে এই ১২০০০ রানের ক্যারিয়ার তৈরি করতে মোট ৩০০ টি ইনিংস খেলতে হয়েছিল। এছাড়াও এই ১২০০০ রানের গুন্ডি ছুঁতে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের প্রয়োজন হয়েছিল ৩১৪ টি ইনিংস খেলার।শ্রীলঙ্কার প্রাক্তণ অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে ১২০০০ রানের এই কৃতিত্ব অর্জন করতে ৩৩৬ টি ইনিংস খেলতে হয়েছিল। ১২০০০ গন্ডির এই তালিকায় বর্তমানে শচীন টেন্ডুলকার প্রথম, রিকি পন্টিং দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন কুমার সাঙ্গাকারা। তবে ক্রিকেটপ্রেমীদের আশা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি খুব তাড়াতাড়ি সব থেকে কম ইনিংস খেলে এই ১২০০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলবেন। তবে বিরাট কোহলির এই মুহূর্তে অফ ফর্ম চলছে।

সদ্য সমাপ্ত হওয়া নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে ভালো রানের স্কোর দেখা যায়নি। এমনকি তিনটি একদিনের ম্যাচে তার সংগৃহীত রান সংখ্যা যথাক্রমে ৫১, ১৫ ও ৯। তবে ঘরের মাটিতে সবাই আশা রাখছেন কোহলি অফ ফর্ম কাটিয়ে আবার ফর্মে ফিরবেন। দক্ষিণ আফ্রিকার সাথে দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচ রয়েছে লখনৌতে আর তৃতীয় ম্যাচ রয়েছে ইডেনে।