নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহের বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে টানা চার পাঁচ দিন বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। আবহাওয়া কিছুটা হলেও অনুকূল হয়েছে শুক্রবার থেকে। হাওয়া অফিসের আগেই পূর্বাভাস ছিল, তাপমাত্রা বাড়বে। আর সেই সকল পূর্বাভাসকে সত্যি করেই শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই সূর্যের দেখা মিলেছে।
এমন পরিস্থিতিতে শনিবার অর্থাৎ বিশ্বকর্মা পূজোর দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? বিশ্বকর্মা পুজোর দিন থেকেই এক প্রকার দুর্গা পুজোর ঢাকে কাঠি পড়ে যায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এমন বৃষ্টি হবে না যে পুজো পন্ড হতে পারে।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিতে মাটি হবে না বিশ্বকর্মা পুজো। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই সকল জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকার কারণে কোন রকম অসুবিধা হবে না সাধারণ মানুষদের। তবে উত্তরবঙ্গে তুলনামূলক বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে বলে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে।
আবহাওয়া সংক্রান্ত রিপোর্ট পেশ করতে গিয়ে বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বাড়তে পারে। কোচবিহার, আলিপুরদুয়ার এই সকল জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরপ্রদেশের মধ্যভাগে সুস্পষ্ট নিম্নচাপের অবস্থানের কারণে উত্তরবঙ্গে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।