North Bengal Tour: যারা ভ্রমণ ভালোবাসেন তারা কখনোই ভ্রমণ করার সুযোগ হাতছাড়া করবেন না। পুজোর মরশুমে ভ্রমণ পিপাসুদের জন্য নিয়ে আসা হয়েছে দুর্দান্ত সুযোগ। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের উদ্যোগে এই পুজোর ছুটিটা ঘুরে আসুন জঙ্গলে। ডুয়ার্স ভ্রমণ এখন একেবারেই হাতের মুঠোয়। প্রত্যেক বছর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ এর তরফে নানা রকম ডুয়ার্স ট্যুর প্যাকেজ ঘোষণা করা হয়। পুজোর সময় পর্যটকদের জন্য এগুলো অত্যন্ত কার্যকরী হয়ে ওঠে।
জঙ্গল এবং পাহাড় দেখার যদি বাড়তি সুযোগ পাওয়া যায় তাহলে আর কি চাই। চলতি বছর পুজোর সময় জলপাইগুড়ির দুর্গম জঙ্গল পর্যটনকেন্দ্রগুলিতে (North Bengal Tour) ঘোরা এবং খাওয়া দাওয়ার এলাহী আয়োজন করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন। দীর্ঘদিন ধরেই “সবুজের পথে হাতছানি” প্রকল্পে উত্তরবঙ্গের পাহাড় ও জঙ্গলে পর্যটকদের সুবিধার্থে ট্যুর প্যাকেজের ব্যবস্থা করে পরিবহণ সংস্থা এনবিএসটিসি।
যারা পাহাড় এবং জঙ্গল ভালোবাসেন তারা এই সুযোগ হাতছাড়া করবেন না। খুব কম খরচে আপনারা বাসে চেপে জলপাইগুড়ি তথা ডুয়ার্সের (North Bengal Tour) মূর্তি, ঝালং, বিন্দুর পাশাপাশি কালিম্পং-এর লাভা, লোলেগাওঁ-সহ একাধিক দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারেন। জলপাইগুড়ির পাশাপাশি আপনারা ডুয়ার্সও ঘুরে আসতে পারেন। শুধু যে বাস সার্ভিস পাওয়া যাবে তা নয় সাথে রয়েছে খাওয়া-দাওয়ার সুবন্দোবস্ত। সাথে থাকার ব্যবস্থা করা হবে পর্যটকদের জন্য।
এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। যারা নর্থ বেঙ্গল ভ্রমণ করতে আগ্রহী তারা আগেভাগেই বুকিং করে নিন জলপাইগুড়ির (North Bengal Tour) এনবিএসটিতে এসে। প্রকৃতির কোলে পরিবার এবং বন্ধু-বান্ধবদের নিয়ে আপনি সময় কাটাতে পারবেন নর্থ বেঙ্গল এর বিভিন্ন জায়গায়। পাহাড় এবং জঙ্গল উভয়েই উপভোগ করতে পারবে সাধারণ মানুষ। এই প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষ তথা পর্যটকদের অবগত করার জন্য ইতিমধ্যেই জলপাইগুড়ির এনবিএসটিসি-এর আধিকারিকেরা মাইকিং ও লিফলেট বিলি করছেন। আশা করা হচ্ছে প্রত্যেক বছরের মতো এবছরও ভ্রমণ পিপাসু পর্যটকদের ভিড় হবে চোখে পড়ার মত।
আরো পড়ুন: অল্প ছুটিতে ঘুরে আসুন মুকুটমণিপুর থেকে, বিচিত্র প্রাকৃতিক শোভা আপনাকে হতাশ করবে না
কোথায় কোথায় ঘোরার সুযোগ করে দেবে আসুন জেনে নিই এই প্রতিবেদনে। বৈকুণ্ঠপুর টি গার্ডেন থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ভোরের আলো, তিস্তা ব্যারেজ গাজলডোবার প্রাকৃতিক সৌন্দর্য এবং পাশাপাশি থাকবে মূল আকর্ষণ আদিবাসী নৃত্য ও নানান সংস্কৃতিক অনুষ্ঠান। সাথে থাকবে আরও বাড়তি পাওনা যেমন ঝালং, জলঢাকা, বিন্দু, লাভা, লোলেগাঁও, জয়ন্তী, কালিম্পং, জলদাপাড়া জঙ্গল সাফারি, ফুন্টসিলিং আরও নানান জনপ্রিয় ভিউ স্পট।
পর্যটকরা ডুয়ার্স ভ্রমণ করতে পারবেন এই প্যাকেজের মধ্যে। এক থেকে দুই দিনের এই ট্রিপে ঘোরাফেরা থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত ধরনের ব্যবস্থা থাকবে। খরচ মাত্র ৯৫০ থেকে ৩০০০ এর মধ্যে। সকালের টিফিন থেকে শুরু করে দুপুরের খাওয়া এমনকি বিকেলের টিফিন পর্যন্ত দেওয়া হবে এই প্যাকেজে। জঙ্গল ভ্রমণ করতে চাইলে কোন রকম এন্ট্রি ফি দিতে হবে না। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলোকে একদিনে ঘুরে দেখার সুযোগ করে দেবে। বিশ্বকর্মা পুজোর পর এনবিএসটিসির ১৬ আসনের গাড়িতে চেপে ডুয়ার্স ঘুরে দেখার সুযোগ পাবেন পর্যটকরা।