Prayag Film City: দিঘা, পুরি ছেড়ে ঘুরে আসুন কলকাতার পাশেই থাকা এই ফিল্ম সিটি থেকে! খরচ হবে নামমাত্র

Prosun Kanti Das

Published on:

Advertisements

Visit Prayag Film City which is next to Kolkata: বেড়াতে যেতে পছন্দ করে না এমন মানুষ প্রায় দেখাই যায় না। প্রত্যেকেই চান একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে অন্য কোনো একটি স্থানে গিয়ে কটা দিন কাটিয়ে আসতে। তবে নিজস্ব কাজ বা পড়াশোনার চাপে সবসময় দূরবর্তী কোনো স্থানে ভ্রমন করতে যাওয়া সম্ভব হয় না। তাই অল্প দিনের ছুটিতেই যদি সুন্দর কোন একটি স্থান থেকে ঘুরে আসতে পারেন তবে তো আপনার একঘেয়ে জীবনের কিছুটা খুশির পরশ ছড়িয়ে দেবে।

Advertisements

আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের এমন একটি জায়গার সন্ধান দেব যেখানে যাওয়ার জন্য আপনাকে খুব বেশি অর্থ ব্যয় ও করতে হবে না, আবার অনেক বেশি সময়ও খরচ করতে হবে না। কিন্তু স্বল্প খরচে স্বল্প সময়ে এই জায়গাটি আপনার মনে অদ্ভুত পরিতৃপ্তি এনে দেবে। জায়গাটি অবস্থিত পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। চন্দ্রকোনার ডুকি নামক একটি এলাকাতে গড়ে তোলা হয়েছে একটি ফিল্ম সিটি (Prayag Film City)। সাজানো গোছানো এই সুন্দর জায়গাটিই আপনার মনে অত্যন্ত শান্তি এনে দিতে পারে।

Advertisements

জানা যায় চন্দ্রকোনার ডুকি নামক এলাকাটিতে গড়ে ওঠা এই ফিল্ম সিটিতে বহু সিনেমা ও ওয়েব সিরিজের শুটিং হয়েছে। ফটো তুলতে পছন্দ করেন এমন মানুষদের জন্য জায়গাটি একেবারেই আদর্শ। চন্দ্রকোনায় অবস্থিত সাজানো গোছানো এই সুন্দর স্থানটির নাম প্রয়াগ ফিল্ম সিটি (Prayag Film City)। ২০১২ সালে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত চন্দ্রকোনা রোডে শুরু হয়েছিল এই ফিল্ম সিটির শুভ যাত্রা।

Advertisements

আরও পড়ুন ? Dheu sagar Park Digha: নামমাত্র খরচ, অথচ দিঘাই ঘুরতে গিয়ে অনেকেই মিস করে যান এই জায়গা

জানা যায় মোট ২৭০০ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে এই ফিল্ম সিটি। মোট বারোশো কোটি টাকার প্রকল্পে এই ফিল্ম সিটির (Prayag Film City) রূপায়ণ করা হয়েছে। বিশাল এলাকায় সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এই ফিল্ম সিটিকে। এখানে কিছুই ভাবে নির্মাণ করা হয়েছে একটি বড় এরোপ্লেন। এছাড়া নকল ভাবে বানানো হয়েছে ট্রেনের কামরা, বিভিন্ন ধরনের ঘর, সিনেমার স্পট ইত্যাদি।

এছাড়াও এখানে রয়েছে ফিল্ম দুনিয়ার বিভিন্ন চিত্র, ড্রাগন, সুন্দর ভাবে নির্মিত রাজপ্রাসাদ, সেতু, কৃত্রিম ভাবে নির্মিত কুমির, বিভিন্ন ধরনের মিউজিয়াম ইত্যাদি। তবে এত কিছু থাকা সত্ত্বেও বিশাল এই জায়গাটি পরিচর্যার অভাবে ধীরে ধীরে বেহাল হয়ে উঠছে। তবে সপ্তাহ শেষে নিজের জীবনের একঘেয়েমি কাটাতে কিছুটা সময় ঘুরে আসার জন্য এই জায়গাটি একেবারেই আদর্শ।

Advertisements