Advertisements

Samthar: দিঘা, পুরি একঘেয়েমি! এবার ঘুরে আসুন মন ভোলানো এই অফবিট জায়গা! গ্যারান্টি ভালো লাগবেই

Prosun Kanti Das

Published on:

visit Samthar if want to travel to an offbeat place: এই শীতে বেড়াতে যাওয়ার মজাই কিন্তু আলাদা। রাজ্যে ঘুরতে যাওয়ার জায়গার কিন্তু অভাব নেই একবার হিড়িক উঠলেই হলো। তবে চেনা জায়গা আর নয় এবার বেরিয়ে পড়ুন অচেনা জায়গার উদ্দেশ্যে। পাহাড় মানেই আমাদের কাছে দার্জিলিং কিংবা কালিম্পং আর সমুদ্র হলেই দিঘা-পুরী। চলুন আজকে জেনে নিই একটি চমৎকার অফবিট জায়গা সম্পর্কে। মাত্র কয়েকটি নেপালি পরিবার নিয়ে কালিম্পংয়ে গড়ে উঠেছে একটি ছোট গ্রাম সামথার (Samthar)।

Advertisements

কোথায় অবস্থিত এই গ্রামটি? শিলিগুড়ি থেকে মাত্র ২.৫ ঘণ্টা দূরত্বে হলো কালিম্পং আর সেখানেই অবস্থিত পাহাড়ের কোলে এই ছোট্ট গ্রাম সামথার (Samthar)। এখানে গেলে আপনি দেখতে পাবেন নির্জন পাহাড়ি গ্রামে শান্ত এক লেক। এখানকার নীল আকাশ পর্যটকদের আকর্ষণ করবে সহজেই।

Advertisements

এই গ্রামে তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘার শোভা সত্যি অতুলনীয়। সামথারে গেলেই আপনি অবাক হবেন দেখে লেকের জলে ঝলমল করছে পাহাড় আর গাছের প্রতিবিম্ব। কালিম্পং জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম সামথারে (Samthar) বর্তমানে বহু পর্যটকদের ভিড় দেখা যায়। কাঞ্চনজঙ্ঘার এক অনবদ্য রূপ নজরে আসে এই স্থান গেলে। আপনি যদি চান এখান থেকেই কালিম্পং শহরের পার্শ্ববর্তী দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে পারেন।

Advertisements

কিভাবে যাবেন এখানে? সামথার যেতে হলে কালিঝোরা ড্যামের উপর দিয়ে যেতে হবে। আপনি যদি এই রাস্তা দিয়ে যান তাহলে আপনাকে নিতে হবে বিশেষ অনুমতি। আসার আগে অবশ্যই হোমস্টে বুকিং করে আসবেন। এই রাস্তা দিয়ে গেলে প্রথমে পানবু গ্রাম, পানবু ভিউ পয়েন্ট, ইয়াং মাকুম তারপর সামথার গ্রাম (Samthar) আসবে। আরেকটি রুট আছে সেটি হলো ২৭ মাইল ড্যামের ওপর দিয়ে। খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আসতে পাবেন এই রাস্তা দিয়ে।

আপনার খরচ হবে ১৭০০ জনপ্রতি, সাথে প্রতি দিন থাকা খাওয়া। এছাড়া থাকছে ট্রেন বা বাস ভাড়া, অথবা বিমান পথে গেলে ভাড়ার কোনো পরিবর্তন নেই। গাড়ি ভাড়া করে যেতে হবে শিলিগুড়ি থেকে। আপনি ৩৫০০ টাকা ভাড়ায় শিলিগুড়ি থেকে সামথার পৌঁছে যাবেন। পানবু ভিউ পয়েন্ট, রাই দারা, সিনজিতে বুদ্ধ টক আর হনুমান টক, পাবং, চারখোল, যুগে ফলস, পেমলিং এক দিনের সাইটসিইং করতে পারেন। এছাড়াও যাওয়া যেতে পারে নকদাড়া আর ডাবলিং দারা।

Advertisements