Offbeat Tourist Destinations: খরচ নামমাত্র! দু’দিনেই ঘুরে আসুন বাংলার মিনি গোয়া থেকে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Visit these Offbeat Tourist Destinations of Bengal at a cheap cost: জীবনের একঘেয়েমি কাটাতে এবং কাজের ব্যস্ততার থেকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য প্রত্যেকটা মানুষ চায় সপ্তাহের শেষে দুদিনের জন্য কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে। এর ফলে মন খানিকটা চাঙ্গা হয়ে ওঠে। ফেসবুক খুললে অনেকেই সাজেশন চান দুদিনের জন্য কম খরচে কোথায় ঘুরতে যাওয়া যায়। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে আলোচনা করে নেওয়া হবে। কলকাতার খুব কাছেই আছে এমন একটি জায়গা (Offbeat Tourist Destinations)।

Advertisements

গোয়া যাওয়ার সময় কিংবা সামর্থ্য না থাকলে বাংলার এই জায়গাটিতে একবার ঘুরে আসতে পারেন। কলকাতার খুব কাছেই এমন সুন্দর আকর্ষণীয় একটি পর্যটনকেন্দ্র সত্যি ভাবা যায় না। শহরের ব্যস্ত জীবন এবং কোলাহল থেকে দূরে দুই দিনের জন্য নিরিবিলি সময় কাটাতে পারবেন এই স্থানে। কলকাতা থেকে মাত্র ১২০-১৩০ কিমি দূরে অবস্থিত এই দ্বীপ (Offbeat Tourist Destinations)। গঙ্গা ও হুগলি নদী ঠিক যেখানে সাগরে মিশেছে সেখানেই এই দ্বীপ।

Advertisements

অফবিট ডেস্টিনেশন হিসেবে পরিচিত হলেও বর্তমানে বহু পর্যটকের ভিড় জমে এই জায়গাতে। যদি আপনি কোলাহলমুক্ত পর্যটনকেন্দ্র চান তাহলে এই জায়গাটির জুড়ি মেলা ভার। সাগরদ্বীপের পূর্ব দিকে এই ছোট্টো দ্বীপ। নাম হলো মৌসুনি (Offbeat Tourist Destinations)। আপনি চাইলে গাড়ি চালিয়ে কিংবা ট্রেনে করে খুব সহজে পৌঁছে যেতে পারবেন এই জায়গাতে।

Advertisements

আরও পড়ুন ? Purulia Desi Camp: মাত্র ২৫ টাকায় রিসোর্ট! পুরুলিয়ায় রাত কাটানোর দুর্দান্ত সুযোগ

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে যাব এই জায়গাতে, সেই নিয়ে একদম চিন্তা করতে হবে না আজকের প্রতিবেদনে সেটাও আলোচনা করে নেওয়া হবে। শিয়ালদহ থেকে ট্রেনে চেপে নামখানা এবং সেখানে নেমে টোটো চেপে নৌকা। তার পর আবার টোটো। পৌঁছে যাবেন মৌসুনি দ্বীপে। এখানে বেড়াতে গেলে কিছু অদ্ভুত অভিজ্ঞতা আপনার হবে যা আগে কখনো হয়নি। এই দ্বীপে আপনি টেন্টে থাকতে পারবেন। এছাড়াও ক্যাম্পগুলি বেশ পকেট ফ্রেন্ডলি। সবথেকে স্বস্তির ব্যাপার হলো খাওয়া-দাওয়া, থাকা নিয়ে খরচ খুব কম এখানে (Offbeat Tourist Destinations)।

সারা সপ্তাহ তেমন একটা ভিড় না হলেও সপ্তাহের শেষে ছুটি কাটানোর জন্য অনেকেই এখানে আসেন। এই জায়গার সূর্যোদয় এবং সূর্যাস্ত আপনাকে খুশি করবে অবশ্যই। মৌসুনি দ্বীপের কাছেই আছে জম্বু দ্বীপ। তবে সেখানে যদি যেতে চান আলাদাভাবে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। সেখানে থাকার ব্যবস্থা নেই। ঝড়ে বেশ ক্ষতি হয়েছিল মৌসুনি দ্বীপের। তবে এই জায়গাটি আস্তে আস্তে আবারো নতুনভাবে সেজে উঠছে।

Advertisements